ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এই সরকার দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরশাসনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাট চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রোববার (১৩ জুলাই) পিরোজপুর জেলা শহীদ মিনারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। জুলাই পদযাত্রার ১৩তম দিনের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, “তিনবার দেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। জনগণের ওপর সীমাহীন দমন-নিপীড়ন চালিয়ে তাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু জনগণ রাজপথে নেমে ফ্যাসিবাদকে রুখে দাঁড়িয়েছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে।”

তিনি আরও বলেন, “এখন আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের স্বপ্ন বাস্তবায়নই এখন আমাদের মূল লক্ষ্য।”

পিরোজপুর সার্কিট হাউস থেকে বেলা ১১টায় পদযাত্রা শুরু হয়ে সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “জুলাই পদযাত্রা এখন শুধুই একটি কর্মসূচি নয়, এটি দেশের প্রতিটি অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দিচ্ছে। এই পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে নতুন আশার আলো জাগানো হচ্ছে।”

তারা আরও বলেন, “দেশে এখন পরিবর্তনের সময়। পুরনো, দুঃশাসনের রাজনীতি বিদায় নিয়ে একটি নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হবে এটাই সময়ের দাবি।”

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এই সরকার দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরশাসনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাট চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রোববার (১৩ জুলাই) পিরোজপুর জেলা শহীদ মিনারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। জুলাই পদযাত্রার ১৩তম দিনের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, “তিনবার দেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। জনগণের ওপর সীমাহীন দমন-নিপীড়ন চালিয়ে তাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু জনগণ রাজপথে নেমে ফ্যাসিবাদকে রুখে দাঁড়িয়েছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে।”

তিনি আরও বলেন, “এখন আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের স্বপ্ন বাস্তবায়নই এখন আমাদের মূল লক্ষ্য।”

পিরোজপুর সার্কিট হাউস থেকে বেলা ১১টায় পদযাত্রা শুরু হয়ে সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “জুলাই পদযাত্রা এখন শুধুই একটি কর্মসূচি নয়, এটি দেশের প্রতিটি অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দিচ্ছে। এই পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে নতুন আশার আলো জাগানো হচ্ছে।”

তারা আরও বলেন, “দেশে এখন পরিবর্তনের সময়। পুরনো, দুঃশাসনের রাজনীতি বিদায় নিয়ে একটি নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হবে এটাই সময়ের দাবি।”