জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে আমরা কোনো বক্তব্য করিনি: নাহিদ ইসলাম

- আপডেট সময় ০৫:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে তারা কোনো বক্তব্য দেননি। তবে বিচার ও সংস্কারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।
সোমবার বেলা ১১টায় রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে। তার আগে সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে হবে এটাই আমাদের দাবি। যদি সেটি বাস্তবায়ন না হয়, তবে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”
একই সময়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, “আবেগের কথা বলে এই অভ্যুত্থানকে খাটো করা হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের লড়াইকে মবতন্ত্র আখ্যা দেয়া হচ্ছে, যারা বিপ্লব করেছেন তাদের হত্যার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরি করা হচ্ছে। এ কারণে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। সেই স্বীকৃতি আদায়ের জন্য ৩ আগস্ট ঢাকায় আবারও মানুষ জড়ো হবে।”
জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে তারা। আজ এ কর্মসূচির সপ্তম দিন। ইতোমধ্যেই ১৩টি জেলা শেষ করে পদযাত্রার এই বহর রাজশাহী থেকে নতুন করে যাত্রা শুরু করেছে। রাজশাহী থেকে রওনা হয়ে আজ দলটি বানেশ্বর, পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা ও পথসভা করবে বলে জানানো হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “এই পথযাত্রার মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলা, তাদের দাবির প্রতি সমর্থন আদায় করা এবং সরকারের ওপর চাপ তৈরি করাই আমাদের লক্ষ্য। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষার জন্যই আমরা জুলাই সনদ দাবি করছি।”
দলটির নেতারা জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে তাদের আন্দোলনের নতুন দিকনির্দেশনা ঘোষণা করা হবে। এর আগে সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার স্পষ্ট প্রতিশ্রুতি না এলে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।