ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

পিআর পদ্ধতি নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে: রিজভী আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন হলে দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে এবং স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব টিকে থাকবে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। লাখ লাখ মামলায় জেল খেটেছেন, তারপরও তাঁরা আত্মসমর্পণ করেননি। তিনি বলেন, এই রংপুরের মাটিতে জন্ম নেওয়া মানুষের গর্ব আবু সাঈদ, যিনি গণতন্ত্রের জন্য ঘাতকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। ছোট ছোট শিশুরাও তখন জীবন উৎসর্গ করেছিল। আমরা কি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের ভুলে যেতে পারি? তাঁদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই ত্যাগকে কি আমরা অস্বীকার করবো?

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, তর্ক-বিতর্ক হবে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, সেই সাথে পতিত হাসিনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পুনরাবর্তনের পথ তৈরি হবে।

তিনি এ সময় দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রক্তদাতাদের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, এই রক্তদান শুধু রোগীদের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার প্রতীক হিসেবেও কাজ করবে। বিএনপির নেতাকর্মীরা অতীতে যেভাবে রক্ত দিয়ে এ দেশের গণতন্ত্র রক্ষা করেছেন, আগামীতেও ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পিআর পদ্ধতি নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে: রিজভী আহমেদ

আপডেট সময় ০৩:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন হলে দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে এবং স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব টিকে থাকবে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। লাখ লাখ মামলায় জেল খেটেছেন, তারপরও তাঁরা আত্মসমর্পণ করেননি। তিনি বলেন, এই রংপুরের মাটিতে জন্ম নেওয়া মানুষের গর্ব আবু সাঈদ, যিনি গণতন্ত্রের জন্য ঘাতকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। ছোট ছোট শিশুরাও তখন জীবন উৎসর্গ করেছিল। আমরা কি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের ভুলে যেতে পারি? তাঁদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই ত্যাগকে কি আমরা অস্বীকার করবো?

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, তর্ক-বিতর্ক হবে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, সেই সাথে পতিত হাসিনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পুনরাবর্তনের পথ তৈরি হবে।

তিনি এ সময় দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রক্তদাতাদের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, এই রক্তদান শুধু রোগীদের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার প্রতীক হিসেবেও কাজ করবে। বিএনপির নেতাকর্মীরা অতীতে যেভাবে রক্ত দিয়ে এ দেশের গণতন্ত্র রক্ষা করেছেন, আগামীতেও ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।