ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

মানুষের মুক্তির সনদ তৈরি হবে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

জুলাই পদযাত্রা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে।”

দেশ গড়তে এবং মানুষের অধিকার রক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে এনসিপি নেতাকর্মীরা।

পথিমধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিয়ে উত্তরবঙ্গের মানুষকে প্রতারণা করে আসছে বড় রাজনৈতিক দলের নেতারা। তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষের বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে নেমেছে।”

এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নয়, মানুষের কষ্টের বাস্তবতা বোঝার জন্যই আমরা রাজপথে নেমেছি। খেটে খাওয়া মানুষের রাজনীতি করার লক্ষ্য নিয়েই পদযাত্রা চলছে।”

পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের রাজার হাট এলাকায় পথসভা করার কথা রয়েছে এনসিপির। এরপর ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পুনরায় পদযাত্রা শুরু হবে, যা ঘোষপাড়া সিংহ এলাকায় পৌঁছে শেষ হবে। সেখানে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে।

পদযাত্রার শেষ কার্যক্রম শেষ করে বিকেলের দিকে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবে এনসিপি নেতাকর্মীরা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুঃখ-দুর্দশা, বঞ্চনা এবং ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেই এই পদযাত্রা। একই সঙ্গে সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনার উদ্দেশ্য রয়েছে।

পদযাত্রায় বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এতে নতুন করে আশা জাগছে বলে মন্তব্য করেন কয়েকজন পথসভায় অংশ নেওয়া মানুষ।

এনসিপি নেতারা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে চান, যাতে আর কেউ প্রতিশ্রুতির ফাঁদে পড়ে প্রতারিত না হয়।

নিউজটি শেয়ার করুন

মানুষের মুক্তির সনদ তৈরি হবে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

জুলাই পদযাত্রা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে।”

দেশ গড়তে এবং মানুষের অধিকার রক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে এনসিপি নেতাকর্মীরা।

পথিমধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিয়ে উত্তরবঙ্গের মানুষকে প্রতারণা করে আসছে বড় রাজনৈতিক দলের নেতারা। তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষের বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে নেমেছে।”

এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নয়, মানুষের কষ্টের বাস্তবতা বোঝার জন্যই আমরা রাজপথে নেমেছি। খেটে খাওয়া মানুষের রাজনীতি করার লক্ষ্য নিয়েই পদযাত্রা চলছে।”

পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের রাজার হাট এলাকায় পথসভা করার কথা রয়েছে এনসিপির। এরপর ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পুনরায় পদযাত্রা শুরু হবে, যা ঘোষপাড়া সিংহ এলাকায় পৌঁছে শেষ হবে। সেখানে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে।

পদযাত্রার শেষ কার্যক্রম শেষ করে বিকেলের দিকে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবে এনসিপি নেতাকর্মীরা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুঃখ-দুর্দশা, বঞ্চনা এবং ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেই এই পদযাত্রা। একই সঙ্গে সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনার উদ্দেশ্য রয়েছে।

পদযাত্রায় বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এতে নতুন করে আশা জাগছে বলে মন্তব্য করেন কয়েকজন পথসভায় অংশ নেওয়া মানুষ।

এনসিপি নেতারা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে চান, যাতে আর কেউ প্রতিশ্রুতির ফাঁদে পড়ে প্রতারিত না হয়।