শিরোনাম :
পরিবারের সংস্পর্শে ভালো আছেন খালেদা জিয়া
ছেলে, নাতনি ও পরিবারের সংস্পর্শে খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। শনিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি একথা জানান।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা গতকাল থেকে শুরু হয়েছে। এর আগের ২ দিন তার পরীক্ষা নিরীক্ষা চলেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ড. জায়িদ ব্রিফ করবেন বলে জানান তিনি।
খালেদা জিয়া মানসিক প্রশান্তিতে আছেন উল্লেখ করে তিনি জানান, তারেক রহমান, জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরা সার্বক্ষণিকভাবে তার সাথে থাকছেন। ডাক্তাররা সার্বক্ষণিকভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। অসুস্থতার পুরো বিষয়টি ডাক্তাররা আরও ভালো বলতে পারবেন। তবে তিনি ভালো আছেন বলে জানান তিনি।
এ সময় খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান বিএনপির এই নেতা।