ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ মিনারে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’ “শেখ হাসিনা: সব অপরাধের নিউক্লিয়াস, বললেন চিফ প্রসিকিউটর” ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত “১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক” কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ৫ সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে “ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান” “রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার” “হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

ইশরাকের শপথ নিয়ে অবস্থান স্পষ্ট করল স্থানীয় সরকার বিভাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরে শপথ অনুষ্ঠানের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিব গণমাধ্যমকে জানান, “ইশরাক হোসেনের শপথের জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়ে আবেদন করা হয়েছে। তার সম্মতি পেলেই যেকোনো মুহূর্তে শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।”

তবে সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজে শপথ পড়াবেন না। এ দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেওয়া হতে পারে। বর্তমানে বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন। কিন্তু সরকারের পরিবর্তনের পর, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম পূর্বের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসি মেয়র ঘোষণা করে। তবে শপথগ্রহণ অনুষ্ঠান না হওয়ায় তিনি এখনও দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

এই প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় ইশরাক হোসেনের সমর্থকরা গত কয়েকদিন ধরে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্র বলছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সবুজ সংকেত মিললেই কয়েক ঘণ্টার মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন সম্ভব। শপথের পরই ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন এবং সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমে যুক্ত হবেন।

রাজনৈতিক অঙ্গনে এই শপথ অনুষ্ঠানকে বর্তমান প্রশাসনের “রাজনৈতিক ভারসাম্য” রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইশরাকের শপথ নিয়ে অবস্থান স্পষ্ট করল স্থানীয় সরকার বিভাগ

আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরে শপথ অনুষ্ঠানের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিব গণমাধ্যমকে জানান, “ইশরাক হোসেনের শপথের জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়ে আবেদন করা হয়েছে। তার সম্মতি পেলেই যেকোনো মুহূর্তে শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।”

তবে সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজে শপথ পড়াবেন না। এ দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেওয়া হতে পারে। বর্তমানে বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন। কিন্তু সরকারের পরিবর্তনের পর, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম পূর্বের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসি মেয়র ঘোষণা করে। তবে শপথগ্রহণ অনুষ্ঠান না হওয়ায় তিনি এখনও দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

এই প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় ইশরাক হোসেনের সমর্থকরা গত কয়েকদিন ধরে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্র বলছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সবুজ সংকেত মিললেই কয়েক ঘণ্টার মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন সম্ভব। শপথের পরই ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন এবং সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমে যুক্ত হবেন।

রাজনৈতিক অঙ্গনে এই শপথ অনুষ্ঠানকে বর্তমান প্রশাসনের “রাজনৈতিক ভারসাম্য” রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।