ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

শাহবাগে এনসিপির গণজমায়েতের ডাক, তিন দফা দাবি আদায়ের অঙ্গীকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

 

আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শনিবার (১০ মে) এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলটির প্রধান উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ। একইসঙ্গে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “গতকাল রাত ১০টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। এখন পর্যন্ত ২৫ ঘণ্টা পার হয়ে গেছে। আমরা জানি না এর শেষ কোথায়। তবে একটাই কথা, যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তিনি বলেন, “আমরা তিন দফা দাবি দিয়েছি। প্রথমত, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয়ত, চলতি বছরের জুলাই মাসে একটি ঘোষণাপত্র জারি করতে হবে।”

শাহবাগে অবস্থান নিয়ে তিনি বলেন, “এই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না।”

এদিকে শুক্রবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ কর্মীদের উদ্দেশে বলেন, “শাহবাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানে কোনো ধরনের ব্লকেড দেওয়া যাবে না। বরং স্বতঃস্ফূর্তভাবে সভা-সমাবেশের মাধ্যমে দাবিগুলো তুলে ধরুন। জনগণের কষ্ট যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।”

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বারিধারায় প্রধান উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহর বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। সেখান থেকেই শুক্রবার সকালে গণজমায়েতের ঘোষণা দেন তিনি। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে সেই কর্মসূচি স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। এরপর হাজারো মানুষ মিছিলসহ শাহবাগে জড়ো হন। বিকেল ৪টা ৪০ মিনিটে তারা মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

শাহবাগে এনসিপির গণজমায়েতের ডাক, তিন দফা দাবি আদায়ের অঙ্গীকার

আপডেট সময় ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শনিবার (১০ মে) এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলটির প্রধান উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ। একইসঙ্গে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “গতকাল রাত ১০টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। এখন পর্যন্ত ২৫ ঘণ্টা পার হয়ে গেছে। আমরা জানি না এর শেষ কোথায়। তবে একটাই কথা, যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তিনি বলেন, “আমরা তিন দফা দাবি দিয়েছি। প্রথমত, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয়ত, চলতি বছরের জুলাই মাসে একটি ঘোষণাপত্র জারি করতে হবে।”

শাহবাগে অবস্থান নিয়ে তিনি বলেন, “এই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না।”

এদিকে শুক্রবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ কর্মীদের উদ্দেশে বলেন, “শাহবাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানে কোনো ধরনের ব্লকেড দেওয়া যাবে না। বরং স্বতঃস্ফূর্তভাবে সভা-সমাবেশের মাধ্যমে দাবিগুলো তুলে ধরুন। জনগণের কষ্ট যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।”

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বারিধারায় প্রধান উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহর বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। সেখান থেকেই শুক্রবার সকালে গণজমায়েতের ঘোষণা দেন তিনি। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে সেই কর্মসূচি স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। এরপর হাজারো মানুষ মিছিলসহ শাহবাগে জড়ো হন। বিকেল ৪টা ৪০ মিনিটে তারা মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।