ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ গাজার পূর্ণ নিয়ন্ত্রণে নেতানিয়াহুর পরিকল্পনা, সামরিক প্রধানের সতর্কবার্তা ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা: দুই মন্ত্রীসহ ৮ জন নিহত যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ শিক্ষার্থী আহত এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের দুই মাস আগে তফসিল দেওয়া হবে : সিইসি নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল তুরস্কের মালিকানার প্রমাণে মুক্তি পেল ‘সি ওয়ার্ল্ড’ জাহাজ

কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে সরকারি জেলা কমিশনার নিহত: মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 23

ছবি: সংগৃহীত

 

ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে একজন সরকারি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, রাজৌরি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (এডিডিসি) রাজ কুমার থাপ্পা পাকিস্তানের গোলাবর্ষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

ওমর আব্দুল্লাহ বলেন, “এই অপূরণীয় ক্ষতির জন্য আমার কাছে কোনও ভাষা নেই। গতকালই উপমুখ্যমন্ত্রী ও রাজ কুমার থাপ্পা একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন, যেখানে আমিই সভাপতিত্ব করেছিলাম। অথচ আজ তাঁর বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত হানে। এই হামলা সরাসরি রাজৌরি শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে।”

আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী রাজৌরি শহরে এদিন ভোর থেকেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। ভারতের দাবি, পাকিস্তান পরিকল্পিতভাবে এলওসি বরাবর নিরীহ জনবসতিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করছে।

অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, শুক্রবার ভোররাতে ভারত প্রথমে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পাল্টা জবাবে শনিবার ভোরে পাঠানকোট, উদমপুরসহ ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় পাকিস্তানি সেনাবাহিনী।

এই পাল্টাপাল্টি হামলায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানায়, শনিবার সকাল থেকে এলওসি সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক গোলাগুলি ও মর্টার শেলিং চলছে। এতে বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।

কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক এই সহিংসতায় আবারও নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এদিকে রাজ কুমার থাপ্পার মৃত্যুতে কাশ্মীর প্রশাসন, সহকর্মী কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা শোকাহত। তার সম্মানে আজ সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।

কাশ্মীরের রাজনৈতিক নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

কাশ্মীর সীমান্তে চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি কেবল দুই দেশের মধ্যে নয়, গোটা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শঙ্কা সৃষ্টি করছে।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে সরকারি জেলা কমিশনার নিহত: মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে একজন সরকারি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, রাজৌরি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (এডিডিসি) রাজ কুমার থাপ্পা পাকিস্তানের গোলাবর্ষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

ওমর আব্দুল্লাহ বলেন, “এই অপূরণীয় ক্ষতির জন্য আমার কাছে কোনও ভাষা নেই। গতকালই উপমুখ্যমন্ত্রী ও রাজ কুমার থাপ্পা একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন, যেখানে আমিই সভাপতিত্ব করেছিলাম। অথচ আজ তাঁর বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত হানে। এই হামলা সরাসরি রাজৌরি শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে।”

আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী রাজৌরি শহরে এদিন ভোর থেকেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। ভারতের দাবি, পাকিস্তান পরিকল্পিতভাবে এলওসি বরাবর নিরীহ জনবসতিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করছে।

অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, শুক্রবার ভোররাতে ভারত প্রথমে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পাল্টা জবাবে শনিবার ভোরে পাঠানকোট, উদমপুরসহ ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় পাকিস্তানি সেনাবাহিনী।

এই পাল্টাপাল্টি হামলায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানায়, শনিবার সকাল থেকে এলওসি সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক গোলাগুলি ও মর্টার শেলিং চলছে। এতে বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।

কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক এই সহিংসতায় আবারও নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এদিকে রাজ কুমার থাপ্পার মৃত্যুতে কাশ্মীর প্রশাসন, সহকর্মী কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা শোকাহত। তার সম্মানে আজ সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।

কাশ্মীরের রাজনৈতিক নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

কাশ্মীর সীমান্তে চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি কেবল দুই দেশের মধ্যে নয়, গোটা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শঙ্কা সৃষ্টি করছে।