রাজনৈতিক দল নিবন্ধন ও আচরণবিধি নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

- আপডেট সময় ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 18
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আজ সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১টায় কমিশনের নিজস্ব কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ রবিবার এক অফিস আদেশে বৈঠকের বিষয়বস্তু নিশ্চিত করেন। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বৈঠকে মূলত রাজনৈতিক দল নিবন্ধনের বর্তমান প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আচরণবিধি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট নীতিমালার বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র নির্ধারণ, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতকরণ, তদারকি কার্যক্রম এবং সুবিধাভোগীদের মতামত গ্রহণ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষ করে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে, তা বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, নির্বাচনী আচরণবিধি আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন কিছু পরামর্শ ও সংশোধনী প্রস্তাব আসতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কমিশন সূত্রে আরও জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ইসি এখন থেকেই নানা প্রস্তুতি গ্রহণ করছে। এরই অংশ হিসেবে এই বৈঠককে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনী পরিবেশ যেন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ থাকে, সেজন্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের এমন উদ্যোগ দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। তারা আশা করছেন, বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবে কার্যকর হলে আগামীর নির্বাচন আরও বিশ্বাসযোগ্য হবে।