হন্ডুরাসে উড়োজাহাজ দুর্ঘটনা: রোয়াটান দ্বীপে নিহত ৬, নিখোঁজ ৮
হন্ডুরাসের জনপ্রিয় পর্যটন দ্বীপ রোয়াটানের অদূরে সোমবার রাতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ সমুদ্রে বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় ও স্থানীয় অগ্নিনির্বাপন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর থেকে আরও আট যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম এইচসিএইচ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বীপের অগ্নিনির্বাপন বিভাগের প্রধান উইলমার গুয়েরেরো বলেন, ‘বিধ্বস্ত উড়োজাহাজটির ভেতরে আটজন যাত্রী আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। তবে সমুদ্রে দুর্ঘটনা হওয়ায় উদ্ধার অভিযান বেশ জটিল হয়ে পড়েছে।’
এদিকে, দ্বীপটির পুলিশপ্রধান লিসান্দ্রো মুনোজ বলেন, ‘উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়। রাতের অন্ধকারে সমুদ্রের তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।’
দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি হন্ডুরাসের স্থানীয় বিমান সংস্থা ‘ল্যানহসা’ পরিচালিত একটি জেটস্ট্রিম মডেলের বিমান। এতে ক্রুসহ মোট ১৭ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন ফরাসি নাগরিক এবং দুইজন নাবালকও রয়েছেন বলে ফ্লাইটের ম্যানিফেস্ট থেকে জানা যায়।
উড়োজাহাজটি রোয়াটান থেকে দেশের মূল ভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে ঠিক কী কারণে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। হন্ডুরাস সরকার এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
এদিকে, নিহত ও নিখোঁজ যাত্রীদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। হন্ডুরাসের পরিবহনমন্ত্রী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছেন। একইসাথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।