ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ৬ পুলিশ কর্মকর্তা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে একটি বিমান দুর্ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পাইলট, একজন প্রকৌশলী এবং দুজন মেকানিক। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চা-আম জেলার একটি উপকূলীয় রিসোর্ট এলাকায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোট আকারের বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাস্থলেই পাঁচজন কর্মকর্তা প্রাণ হারান এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে থাই পুলিশ নিহত সাহসী কর্মকর্তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে থাইল্যান্ডের পুলিশ প্রধান কিট্রাট ফানফেট বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি আবাসিক এলাকার দিকে যাচ্ছিল। তবে পাইলটরা বড় ধরনের প্রাণহানির ঝুঁকি এড়াতে দক্ষতার সঙ্গে বিমানটি সমুদ্রের দিকে পরিচালিত করেন।”

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের পানির মধ্য দিয়ে হাঁটছে।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি থাই কর্তৃপক্ষ। তবে সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও এবার তা কাজে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

 

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ৬ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে একটি বিমান দুর্ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পাইলট, একজন প্রকৌশলী এবং দুজন মেকানিক। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চা-আম জেলার একটি উপকূলীয় রিসোর্ট এলাকায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোট আকারের বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাস্থলেই পাঁচজন কর্মকর্তা প্রাণ হারান এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে থাই পুলিশ নিহত সাহসী কর্মকর্তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে থাইল্যান্ডের পুলিশ প্রধান কিট্রাট ফানফেট বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি আবাসিক এলাকার দিকে যাচ্ছিল। তবে পাইলটরা বড় ধরনের প্রাণহানির ঝুঁকি এড়াতে দক্ষতার সঙ্গে বিমানটি সমুদ্রের দিকে পরিচালিত করেন।”

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের পানির মধ্য দিয়ে হাঁটছে।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি থাই কর্তৃপক্ষ। তবে সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও এবার তা কাজে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।