ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশে বিরল বিস্ফোরণের দৃশ্য: আজ দেখা যেতে পারে ‘নোভা’র চমক গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত সুইসাইড’ বা আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা তদারকি করেলন কিম জং উন: নতুন সামরিক রূপে উত্তর কোরিয়া ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ দিল্লি ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া: উত্তরে প্রস্তুতি চলছে বর্ণিল ঈদ মিছিলের- জানালেন আসিফ মাহমুদ দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড, খালাস পেয়েছেন মা, বাজেয়াপ্ত ২৯৭ কোটি টাকা ঐতিহ্য আর ভক্তির মিলনমেলা—তিতাস নদীতে গঙ্গাস্নান ও লোকজ উৎসব ভারত থেকে আসল আরও ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল, মোট আমদানির পরিমাণ ছাড়াল প্রায় ৩ লাখ টন এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ গঠনে যৌথ রোডম্যাপের আহ্বান ড. ইউনূসের ঈদের ৯ দিনের ছুটি, তবুও স্থবির হবে না অর্থনীতি: ড. সালেহউদ্দিন

স্বাধীনতার রক্ষায় চব্বিশের অভ্যুত্থান, স্মৃতিসৌধে যুব উপদেষ্টার দৃপ্ত ঘোষণা

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

জাতির ৫৫তম স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এক আবেগঘন পরিবেশে শ্রদ্ধা জানানো হলো একাত্তরের শহীদ বীরদের প্রতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

এই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু পরে সেই স্বাধীনতার মর্ম বারবার বিকৃত হয়েছে। আজ যেসব মানুষ ২৪-এর অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলে, তাদের বোঝা উচিত এটি ছিল একাত্তরের চেতনাকে রক্ষার একটি সময়োচিত প্রয়াস।”

তিনি বলেন, “স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড নয়, বরং একটি আদর্শ, একটি বিশ্বাস যা জনগণের অধিকার ও সার্বভৌমত্বে নিহিত। সেই আদর্শ রক্ষায় যখন ব্যর্থতা দেখা দেয়, তখনই জনগণের ভিতরে জাগে প্রতিরোধের শক্তি।”

সজীব ভূঁইয়া আরও জানান, স্বাধীনতার এই দিনে শুধু ফুল নয়, প্রতিজ্ঞাও প্রয়োজন যাতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস জানতে পারে, গর্ব করতে পারে।

জাতীয় স্মৃতিসৌধজুড়ে সকাল থেকে ছিল হাজারো মানুষের ভিড়। সবাই এসেছিলেন প্রিয় শহীদদের স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে। বাচ্চাদের হাতে ছিল জাতীয় পতাকা, যুবকদের মুখে ছিল দেশপ্রেমের গান।

স্বাধীনতার দিবস শুধু একটি স্মরণ নয়, এটি আত্মজিজ্ঞাসারও দিন আমরা কতটা ধরে রাখতে পেরেছি সেই ত্যাগের মূল্য? এমন প্রশ্নই যেন উঁকি দিচ্ছিল উপস্থিত প্রতিটি মানুষের চোখে মুখে।

এই দিনে জাতি প্রতিজ্ঞাবদ্ধ হোক একাত্তরের বাংলাদেশ যেন বিভ্রান্তির কোনো অন্ধকারে না হারায়, ইতিহাস যেন সত্যের আলোকেই এগিয়ে চলে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
৫১৬ বার পড়া হয়েছে

স্বাধীনতার রক্ষায় চব্বিশের অভ্যুত্থান, স্মৃতিসৌধে যুব উপদেষ্টার দৃপ্ত ঘোষণা

আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

 

জাতির ৫৫তম স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এক আবেগঘন পরিবেশে শ্রদ্ধা জানানো হলো একাত্তরের শহীদ বীরদের প্রতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

এই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু পরে সেই স্বাধীনতার মর্ম বারবার বিকৃত হয়েছে। আজ যেসব মানুষ ২৪-এর অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলে, তাদের বোঝা উচিত এটি ছিল একাত্তরের চেতনাকে রক্ষার একটি সময়োচিত প্রয়াস।”

তিনি বলেন, “স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড নয়, বরং একটি আদর্শ, একটি বিশ্বাস যা জনগণের অধিকার ও সার্বভৌমত্বে নিহিত। সেই আদর্শ রক্ষায় যখন ব্যর্থতা দেখা দেয়, তখনই জনগণের ভিতরে জাগে প্রতিরোধের শক্তি।”

সজীব ভূঁইয়া আরও জানান, স্বাধীনতার এই দিনে শুধু ফুল নয়, প্রতিজ্ঞাও প্রয়োজন যাতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস জানতে পারে, গর্ব করতে পারে।

জাতীয় স্মৃতিসৌধজুড়ে সকাল থেকে ছিল হাজারো মানুষের ভিড়। সবাই এসেছিলেন প্রিয় শহীদদের স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে। বাচ্চাদের হাতে ছিল জাতীয় পতাকা, যুবকদের মুখে ছিল দেশপ্রেমের গান।

স্বাধীনতার দিবস শুধু একটি স্মরণ নয়, এটি আত্মজিজ্ঞাসারও দিন আমরা কতটা ধরে রাখতে পেরেছি সেই ত্যাগের মূল্য? এমন প্রশ্নই যেন উঁকি দিচ্ছিল উপস্থিত প্রতিটি মানুষের চোখে মুখে।

এই দিনে জাতি প্রতিজ্ঞাবদ্ধ হোক একাত্তরের বাংলাদেশ যেন বিভ্রান্তির কোনো অন্ধকারে না হারায়, ইতিহাস যেন সত্যের আলোকেই এগিয়ে চলে।