সরকারি চাকরি নিশ্চয়তা দিতে চাই তরুণদের জন্য” – ডা. শফিকুর রহমান

- আপডেট সময় ০৫:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 41
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান তরুণদের জন্য শিক্ষা শেষে সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা সার্টিফিকেট পাওয়ার সাথে সাথেই চাকরি পাবে।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমীর আরও জানান, তাদের পরিকল্পনা হচ্ছে, শিক্ষা শেষে তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করা, যাতে দেশে বেকারত্বের হার শূন্যের কোঠায় চলে আসে। ‘‘কেউ বেকার থাকবে না, এমন নীতি বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ,’’ বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান তার বক্তৃতায় বলেন, ‘‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং দেশের অর্থনৈতিক কাঠামোও সংস্কার করা হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ভারত আমাদের প্রতিবেশী, এবং আমরা অহেতুক উত্তেজনা চাই না, তবে প্রতিবেশীরা আমাদের ওপর কোনো অযাচিত চাপ সৃষ্টি করলে তা মেনে নেয়া হবে না।’’
ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনার তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করা উচিত, যাতে সত্য উদঘাটিত হয়। ‘‘আমরা চাই, ৫০ বছরের সমস্ত ঘটনাবলি জনগণের সামনে তুলে ধরা হোক,’’ বলেন তিনি।
বিশ্লেষকরা জামায়াত আমীরের এই বক্তব্যকে তরুণ সমাজের প্রতি একটি নতুন বার্তা হিসেবে দেখছেন, যা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।