ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে শ্রমিক নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের আশা: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 65

ছবি সংগৃহীত

 

ঢাকা: দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ বিষয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস দুবাই সরকারের পাঁচ থেকে ছয়জন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশি শ্রমিকদের ওপর দুবাইয়ের নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলমান। তবে ড. ইউনূসের উদ্যোগে ইতোমধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য দুবাইয়ের শ্রমবাজার আবারও উন্মুক্ত হবে। এ বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

এছাড়া, তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক রিপোর্ট প্রসঙ্গে বলেন, “জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে।”

প্রেস সচিব আরও বলেন, “এই প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।
কিছুসংখ্যক মানুষ তাকে অন্য দেশে আশ্রয় দেওয়ার পক্ষে রয়েছেন, আর মাত্র ১৬-১৭ শতাংশ মানুষ তাকে ভারতে রাখার পক্ষে মত দিয়েছেন।”

আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “আমরা বারবার বলেছি, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের। তবে আমাদের একটাই স্পষ্ট বার্তা যেসব আওয়ামী লীগ নেতা ও কর্মী গুম, খুন, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে। এরপর জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে।”

বাংলাদেশি শ্রমিকদের দুবাই ফেরাতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে তিনি আশ্বাস দেন।

 

নিউজটি শেয়ার করুন

দুবাইয়ে শ্রমিক নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের আশা: প্রেস সচিব

আপডেট সময় ০১:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা: দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ বিষয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস দুবাই সরকারের পাঁচ থেকে ছয়জন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশি শ্রমিকদের ওপর দুবাইয়ের নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলমান। তবে ড. ইউনূসের উদ্যোগে ইতোমধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য দুবাইয়ের শ্রমবাজার আবারও উন্মুক্ত হবে। এ বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

এছাড়া, তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক রিপোর্ট প্রসঙ্গে বলেন, “জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে।”

প্রেস সচিব আরও বলেন, “এই প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।
কিছুসংখ্যক মানুষ তাকে অন্য দেশে আশ্রয় দেওয়ার পক্ষে রয়েছেন, আর মাত্র ১৬-১৭ শতাংশ মানুষ তাকে ভারতে রাখার পক্ষে মত দিয়েছেন।”

আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “আমরা বারবার বলেছি, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের। তবে আমাদের একটাই স্পষ্ট বার্তা যেসব আওয়ামী লীগ নেতা ও কর্মী গুম, খুন, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে। এরপর জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে।”

বাংলাদেশি শ্রমিকদের দুবাই ফেরাতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে তিনি আশ্বাস দেন।