নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আজ ১৮ দেশের রাষ্ট্রদূত: আলোচনায় নির্বাচন প্রক্রিয়া

- আপডেট সময় ১১:৩১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 37
আসন্ন নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ মঙ্গলবার ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও উপস্থিত থাকবেন।
বৈঠকে অংশগ্রহণকারী কূটনীতিকদের মধ্যে রয়েছেন ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, দক্ষিণ কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূত। এছাড়া, জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, নেদারল্যান্ডস ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
বিশ্লেষকদের মতে, এই বৈঠককে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অংশগ্রহণকারী রাষ্ট্রদূতরা নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন পরিচালনার স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা সম্পর্কে জানতে চাইতে পারেন।
উল্লেখ্য, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ নজর রয়েছে। এরই ধারাবাহিকতায় ইসির সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কী আলোচনা হয় এবং এর ফলে কী বার্তা উঠে আসে, তা রাজনৈতিক অঙ্গনে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।