আ. লীগ সরকারের আমলে বঞ্চিত ১১৯ কর্মকর্তা পেলেন সচিব পদে পদোন্নতি
বিএনপি-আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে জনগণের অজানা ক্ষতিপূরণের হিসেবে ১১৯ জন কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা নতুন আশার সঞ্চার করেছে প্রশাসনিক দুনিয়ায়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এসব কর্মকর্তাদের একাধিক পদে পদোন্নতি দিয়ে তাদের আর্থিক সুবিধা দ্রুত সময়ের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তারা যে পদোন্নতি পেয়েছেন, তাতে পুরোপুরি আর্থিক সুবিধা পাবেন এবং তাদের প্রাপ্য বকেয়া পাওনা ৫০ শতাংশ এই অর্থবছরে আর বাকি ৫০ শতাংশ আগামী অর্থবছরে (২০২৫-২৬) প্রদান করা হবে।
এছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বয়স ৫৭ অথবা ৫৯ বছর পর্যন্ত শেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল থাকার সুযোগ থাকবে। তারা অবসর-উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি শেষে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন।
এই পদোন্নতির ফলে কর্মকর্তাদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধার সমন্বয় করা হবে এবং ইতোপূর্বে জারি করা যেকোনো পিআরএল অথবা এলপিআর আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশের প্রশাসনিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা রাখছেন সংশ্লিষ্টরা।