হত্যাকারীরা কোথায় জানলে ধরে ফেলতাম : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 93
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অবস্থান নিশ্চিতভাবে জানা থাকলে আসামিদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হতো।
সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন যদি আমরা জানতাম তারা কোথায় আছে, তাহলে ধরেই ফেলতাম। আমাদের কাছে যদি সে ধরনের তথ্য থাকত, তাহলে কোনো বিলম্ব হতো না।” তিনি আরও বলেন, হত্যাকারীরা দেশে কিংবা দেশের বাইরে—যেকোনো জায়গায় থাকতে পারে। তবে তাদের অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে তিনি জানান, এই ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ফয়সাল নামে একজনকে শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতাসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে নিজের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যদি পদত্যাগ করতাম, তাহলে আজ এখানে দায়িত্ব পালন করতাম না।” তিনি এ ধরনের গুজবকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।























