১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে আজ ১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদফতরের বাস্তবায়নে, ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ ও বাজারজাতকরণও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করা হয়, যাতে প্রজননক্ষম মা ইলিশ রক্ষায় ব্যাপক সাফল্য আসে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে সাগর ও নদীতে নিয়মিত অভিযান চালাবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।

মৎস্য অধিদফতর জানিয়েছে, নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে সারাদেশে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করবে, যাতে জাটকা রক্ষায় কার্যকর ফল পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০১:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

 

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে আজ ১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদফতরের বাস্তবায়নে, ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ ও বাজারজাতকরণও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করা হয়, যাতে প্রজননক্ষম মা ইলিশ রক্ষায় ব্যাপক সাফল্য আসে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে সাগর ও নদীতে নিয়মিত অভিযান চালাবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।

মৎস্য অধিদফতর জানিয়েছে, নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে সারাদেশে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করবে, যাতে জাটকা রক্ষায় কার্যকর ফল পাওয়া যায়।