ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে সকালে থেকে বন্ধ পরিবহন চলাচল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

সিলেটে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পাথর কুয়ারী খুলে দেয়ার দাবী সহ ছয়দফা দাবী বাস্তবায়নের লক্ষ্য ভোর থেকে যাত্রী ও পন্য পরিবহন সহ লোকাল ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে জৈন্তাপুর উপজেলায় পরিবহন ধর্মঘটের ফলে জনজীবনে নেমে এসেছে স্হবিরতা। জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে মধ্যে পাঁচটি ইউনিয়নই জনগুরুত্বপূর্ণ সিলেট তামাবিল মহাসড়কের এক চতুর্থাংশ অংশে বিস্তৃত।

মঙ্গলবার (৮ই জুলাই) সকাল থেকে সরজমিনে উপজেলার তামাবিল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে যানবাহনের আধিক্য লক্ষ্য করা যায় নি। শুধুমাত্র ইজিবাইক ও তিনচাকার বাহন বিক্ষিপ্তভাবে চলাচল করতে দেখা গেছে।

জৈন্তাপুর উপজেলার ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির কার্যালয়ে সামনে শ্রমিক নেতৃবৃন্দদের শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা গেছে। এ সময় উপস্থিত শ্রমিক নেতারা বলেন, ছয়দফা দাবীর সাথে ঐক্যমত পোষণ করে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই পরিবহন ধর্মঘটের কারণে সিলেট নগরী থেকে জৈন্তাপুর আসতে পারে নি। পাশাপাশি সিলেট শহরগামী যাত্রীদের পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে।

এদিকে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় সব স্টোন ক্রাশার মিল গত তিনদিনের ন্যায় বন্ধ রাখা হয়েছে। এ বিষয় ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল বলেন, ছয়দফা দাবীর সাথে একমত পোষণ করে পাথর সংশ্লিষ্ট পরিবহন, ট্রান্সপোর্ট অফিস, লোডিং আনলোডিং সব বন্ধ রাখা হয়েছে।

বৃহত্তর জৈন্তা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল বলেন, গত রাতে আন্ত: জেলা সকল পন্য পরিবহন খালি অবস্থায় জৈন্তাপুর ছেড়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে জেলার নির্দেশনা অনুযায়ী যাত্রী ও পন্য পরিবহন ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে প্রবাসী ও জরুরী রোগীবহনকারী গাড়ী ধর্মঘটের আওতায় রাখা হয় নি।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ভোর থেকে মহাসড়কে গাড়ীর সংখ্যা কম। শুধুমাত্র তিনচাকার যানবাহন ছাড়া তেমন কোন পরিবহন চলাচল নেই। এ ছাড়াও বাহিরের জেলা থেকে কিছু সংখ্যক পর্যাটকবাহী গাড়ী আসতে দেখা গেছে। এক্ষেত্রে মহাসড়কে সার্বিক নিরাপত্তা প্রদানে হাইওয়ে পুলিশের টহলটিম নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুরে সকালে থেকে বন্ধ পরিবহন চলাচল

আপডেট সময় ০৬:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

 

সিলেটে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পাথর কুয়ারী খুলে দেয়ার দাবী সহ ছয়দফা দাবী বাস্তবায়নের লক্ষ্য ভোর থেকে যাত্রী ও পন্য পরিবহন সহ লোকাল ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে জৈন্তাপুর উপজেলায় পরিবহন ধর্মঘটের ফলে জনজীবনে নেমে এসেছে স্হবিরতা। জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে মধ্যে পাঁচটি ইউনিয়নই জনগুরুত্বপূর্ণ সিলেট তামাবিল মহাসড়কের এক চতুর্থাংশ অংশে বিস্তৃত।

মঙ্গলবার (৮ই জুলাই) সকাল থেকে সরজমিনে উপজেলার তামাবিল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে যানবাহনের আধিক্য লক্ষ্য করা যায় নি। শুধুমাত্র ইজিবাইক ও তিনচাকার বাহন বিক্ষিপ্তভাবে চলাচল করতে দেখা গেছে।

জৈন্তাপুর উপজেলার ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির কার্যালয়ে সামনে শ্রমিক নেতৃবৃন্দদের শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা গেছে। এ সময় উপস্থিত শ্রমিক নেতারা বলেন, ছয়দফা দাবীর সাথে ঐক্যমত পোষণ করে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই পরিবহন ধর্মঘটের কারণে সিলেট নগরী থেকে জৈন্তাপুর আসতে পারে নি। পাশাপাশি সিলেট শহরগামী যাত্রীদের পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে।

এদিকে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় সব স্টোন ক্রাশার মিল গত তিনদিনের ন্যায় বন্ধ রাখা হয়েছে। এ বিষয় ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল বলেন, ছয়দফা দাবীর সাথে একমত পোষণ করে পাথর সংশ্লিষ্ট পরিবহন, ট্রান্সপোর্ট অফিস, লোডিং আনলোডিং সব বন্ধ রাখা হয়েছে।

বৃহত্তর জৈন্তা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল বলেন, গত রাতে আন্ত: জেলা সকল পন্য পরিবহন খালি অবস্থায় জৈন্তাপুর ছেড়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে জেলার নির্দেশনা অনুযায়ী যাত্রী ও পন্য পরিবহন ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে প্রবাসী ও জরুরী রোগীবহনকারী গাড়ী ধর্মঘটের আওতায় রাখা হয় নি।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ভোর থেকে মহাসড়কে গাড়ীর সংখ্যা কম। শুধুমাত্র তিনচাকার যানবাহন ছাড়া তেমন কোন পরিবহন চলাচল নেই। এ ছাড়াও বাহিরের জেলা থেকে কিছু সংখ্যক পর্যাটকবাহী গাড়ী আসতে দেখা গেছে। এক্ষেত্রে মহাসড়কে সার্বিক নিরাপত্তা প্রদানে হাইওয়ে পুলিশের টহলটিম নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।