০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

শিক্ষার্থীদের জন্য সরকারি দপ্তরে পার্টটাইম চাকরির উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 68

ছবি: সংগৃহীত

 

সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যেসব পদে পূর্ণকালীন স্থায়ী কর্মী প্রয়োজন হয় না, সেসব পদে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, “আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে শিক্ষার্থীদের নিয়োগ দিতে চাই। এতে যেমন সরকারের ব্যয় সাশ্রয় হবে, তেমনি শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতা আসবে।”

তিনি আরও বলেন, “অনেক দপ্তরে এমন কিছু পদ থাকে যেখানে ফুল টাইমে স্থায়ী নিয়োগের প্রয়োজন হয় না। সেই পদগুলোতে পার্টটাইম ভিত্তিতে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া সম্ভব।”

এর আগে গত শনিবার রাজধানীর নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, উন্নত দেশের উদাহরণ অনুসরণ করে আগামী ৫ আগস্টের পর ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সরকারি অফিসেও শিক্ষার্থীদের পার্টটাইম ভিত্তিতে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বিভিন্ন দপ্তরে কিছু পদে স্থায়ী ও পূর্ণকালীন নিয়োগের প্রয়োজন নেই। সেক্ষেত্রে পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দিলে সরকারের ব্যয় কমবে এবং শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি আয় করার সুযোগ পাবে।”

তিনি আরও জানান, বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যেই প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। কীভাবে এই প্রক্রিয়া কার্যকরভাবে চালু করা যায় এবং শিক্ষার্থীদের সঠিকভাবে বাছাই ও প্রশিক্ষণ দেওয়া যায়, তা নিয়েও ভাবা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতা আসবে, তেমনি সরকারি দপ্তরে জনবল সংকটও অনেকাংশে কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী কাজের অভিজ্ঞতাও হবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের জন্য সরকারি দপ্তরে পার্টটাইম চাকরির উদ্যোগ

আপডেট সময় ০৬:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যেসব পদে পূর্ণকালীন স্থায়ী কর্মী প্রয়োজন হয় না, সেসব পদে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, “আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে শিক্ষার্থীদের নিয়োগ দিতে চাই। এতে যেমন সরকারের ব্যয় সাশ্রয় হবে, তেমনি শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতা আসবে।”

তিনি আরও বলেন, “অনেক দপ্তরে এমন কিছু পদ থাকে যেখানে ফুল টাইমে স্থায়ী নিয়োগের প্রয়োজন হয় না। সেই পদগুলোতে পার্টটাইম ভিত্তিতে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া সম্ভব।”

এর আগে গত শনিবার রাজধানীর নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, উন্নত দেশের উদাহরণ অনুসরণ করে আগামী ৫ আগস্টের পর ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সরকারি অফিসেও শিক্ষার্থীদের পার্টটাইম ভিত্তিতে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বিভিন্ন দপ্তরে কিছু পদে স্থায়ী ও পূর্ণকালীন নিয়োগের প্রয়োজন নেই। সেক্ষেত্রে পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দিলে সরকারের ব্যয় কমবে এবং শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি আয় করার সুযোগ পাবে।”

তিনি আরও জানান, বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যেই প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। কীভাবে এই প্রক্রিয়া কার্যকরভাবে চালু করা যায় এবং শিক্ষার্থীদের সঠিকভাবে বাছাই ও প্রশিক্ষণ দেওয়া যায়, তা নিয়েও ভাবা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতা আসবে, তেমনি সরকারি দপ্তরে জনবল সংকটও অনেকাংশে কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী কাজের অভিজ্ঞতাও হবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।