ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

জাতীয় সনদ প্রণয়নে অনিশ্চয়তা, ঐকমত্য গঠনে অগ্রগতি না হওয়ায় শঙ্কা: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

জাতীয় ঐকমত্য গঠনে আশানুরূপ অগ্রগতি হয়নি, ফলে সময়মতো জাতীয় সনদ চূড়ান্ত করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “ব্যক্তি, দল বা মতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে মতামত দিতে হবে। রাষ্ট্রের সুফল বিবেচনায় রেখে সকলেরই দায়িত্বশীল আচরণ করা জরুরি।”

আলোচনার শুরুতেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলন পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

তিনি আরো বলেন, ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। বরং রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন ও সুদৃঢ় করতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র পথ। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা দেখাতে হলে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা সঠিকভাবে জাতীয় সনদে প্রতিফলন করতে হবে।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সংলাপে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রবর্তন, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা—এই চারটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। বুধবারের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সংলাপ হবে বলে জানানো হয়েছে।

জাতীয় সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়ার উপর জোর দিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সনদকে অর্থবহ এবং কার্যকর করতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করা।”

আলোচনার মধ্য দিয়ে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের আশায় কমিশন কাজ করছে বলে জানান তিনি। তবে এখনও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় জাতীয় সনদ সময়মতো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সতর্ক করেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

জাতীয় সনদ প্রণয়নে অনিশ্চয়তা, ঐকমত্য গঠনে অগ্রগতি না হওয়ায় শঙ্কা: আলী রীয়াজ

আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

জাতীয় ঐকমত্য গঠনে আশানুরূপ অগ্রগতি হয়নি, ফলে সময়মতো জাতীয় সনদ চূড়ান্ত করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “ব্যক্তি, দল বা মতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে মতামত দিতে হবে। রাষ্ট্রের সুফল বিবেচনায় রেখে সকলেরই দায়িত্বশীল আচরণ করা জরুরি।”

আলোচনার শুরুতেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলন পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

তিনি আরো বলেন, ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। বরং রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন ও সুদৃঢ় করতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র পথ। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা দেখাতে হলে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা সঠিকভাবে জাতীয় সনদে প্রতিফলন করতে হবে।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সংলাপে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রবর্তন, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা—এই চারটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। বুধবারের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সংলাপ হবে বলে জানানো হয়েছে।

জাতীয় সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়ার উপর জোর দিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সনদকে অর্থবহ এবং কার্যকর করতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করা।”

আলোচনার মধ্য দিয়ে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের আশায় কমিশন কাজ করছে বলে জানান তিনি। তবে এখনও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় জাতীয় সনদ সময়মতো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সতর্ক করেন তিনি।