জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য মাসিক ভাতা ও আজীবন চিকিৎসা সুবিধা ঘোষণা

- আপডেট সময় ০৩:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 20
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাচ্ছেন। একইসঙ্গে তারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।
গতকাল (সোমবার) মুক্তিযুদ্ধবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্তদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী তাদের এককালীন ও মাসিক ভাতা প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে।
আহত যোদ্ধাদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—‘এ’, ‘বি’ ও ‘সি’। ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা পেতে যাচ্ছেন মাসিক ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিরা ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি তাদের এককালীন আর্থিক সহায়তা ও সরকারি চিকিৎসা সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরির আওতায় রয়েছেন ৪৯৩ জন, যারা গুরুতরভাবে আহত হয়ে স্বনির্ভর জীবনযাপন করতে অক্ষম। তারা ইতোমধ্যে ২ লাখ টাকা পেয়েছেন এবং বাকি ৩ লাখ টাকা আগামী মাসে পাবেন। তাদের পুনর্বাসনের জন্য বিদেশি চিকিৎসা, প্রশিক্ষণ ও কর্মসহায়ক সেবা চালু করা হয়েছে।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ৯০৮ জন, যারা গুরুতর আহত হলেও আংশিক সহায়তায় চলাফেরা করতে পারেন। এদের মধ্যে ১ লাখ টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে, আর ২ লাখ টাকা আগামী মাসে দেওয়া হবে।
‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ১০ হাজার ৬৪২ জন, যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন। তারা এককালীন ১ লাখ টাকা পেয়েছেন এবং আগামী মাস থেকে পাবেন মাসিক ১০ হাজার টাকা করে ভাতা।
এছাড়া, জুলাই অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে, যার মধ্যে চলতি অর্থবছরে ১০ লাখ টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হয়েছে এবং বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে আগামী অর্থবছরে। শহীদ পরিবারগুলো মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবে এবং তাদের সদস্যরা চাকরিতে অগ্রাধিকার পাবেন।
প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তও নিয়েছে সরকার। উপদেষ্টা জানান, তালিকাভুক্তিতে যেসব ত্রুটি বা ওয়ারিশ জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, “মাত্র সাত-আট মাসে এই তালিকা প্রস্তুত করাই সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রমাণ।”