ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ মিনারে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’ “শেখ হাসিনা: সব অপরাধের নিউক্লিয়াস, বললেন চিফ প্রসিকিউটর” ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত “১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক” কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ৫ সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে “ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান” “রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার” “হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

জনসংযোগ ও নিরাপত্তার সমন্বয়ে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনবিচ্ছিন্ন না থেকে জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে সমন্বয় ঘটিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি আশা করি এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি এবং মনোবলের সমন্বয়ে দিন দিন আরও আধুনিক ও দক্ষ বাহিনীতে পরিণত হবে। জনবিচ্ছিন্ন না থেকে বরং জনগণের সাথে সংযোগ বজায় রেখে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই এসএসএফ সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্বগুলো সফলভাবে পালন করবে।”

তিনি আরও বলেন, “সুযোগ্য নেতৃত্ব, যথাযথ দিকনির্দেশনা এবং প্রতিটি সদস্যের আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে এসএসএফ-এর উত্তরোত্তর উন্নতি নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে নিরাপত্তা প্রদান করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তায় এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, যিনি বাহিনীর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল একটি পেশাদার, আন্তরিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাপূর্ণ পরিবেশের উদাহরণ, যেখানে নিরাপত্তার পাশাপাশি জনসংযোগকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

জনসংযোগ ও নিরাপত্তার সমন্বয়ে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৩:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

 

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনবিচ্ছিন্ন না থেকে জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে সমন্বয় ঘটিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি আশা করি এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি এবং মনোবলের সমন্বয়ে দিন দিন আরও আধুনিক ও দক্ষ বাহিনীতে পরিণত হবে। জনবিচ্ছিন্ন না থেকে বরং জনগণের সাথে সংযোগ বজায় রেখে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই এসএসএফ সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্বগুলো সফলভাবে পালন করবে।”

তিনি আরও বলেন, “সুযোগ্য নেতৃত্ব, যথাযথ দিকনির্দেশনা এবং প্রতিটি সদস্যের আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে এসএসএফ-এর উত্তরোত্তর উন্নতি নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে নিরাপত্তা প্রদান করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তায় এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, যিনি বাহিনীর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল একটি পেশাদার, আন্তরিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাপূর্ণ পরিবেশের উদাহরণ, যেখানে নিরাপত্তার পাশাপাশি জনসংযোগকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।