ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিজ বাসা থেকে মার্কিন তারকা দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার যুদ্ধে এক হামলাতেই নিহত হয় ৩০ ইসরায়েলি পাইলট: দাবি ইরানি রাষ্ট্রদূতের ওমান উপসাগরে ২০ লাখ লিটার চোরাই তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান খুলনায় সাব্বির হত্যা: মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদার গ্রেফতার ফেনীতে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন, স্বজনদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ. লীগের ‘নৌকা’ প্রতীক টেকনাফের গহীন পাহাড়ে বিজিবির অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার মেহেরপুর শহরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু এআই দিয়ে ভুয়া তথ্যে প্রকাশে ফিলিপাইনে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 28

ছবি: সংগৃহীত

 

রাজধানীর ভয়াবহ বায়ুদূষণ রোধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “পরিবেশ গণতন্ত্রের মতো এটি সবার, এর উন্নয়নে সকলের অংশগ্রহণ অপরিহার্য।”

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পরিবেশ দূষণ কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগকে কার্যকর করতে হলে দেশের সকল মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “সরকার শুধু সুপার শপ নয়, কাঁচা বাজারগুলোতেও পলিথিনের ব্যবহার রোধে অভিযান চালিয়ে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র প্রদর্শন করা হয়। উপদেষ্টা ও অতিথিরা দেয়ালচিত্রগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

রিজওয়ানা হাসান বলেন, “এই ধরনের চিত্রাঙ্কন ও সৃজনশীল উদ্যোগ শুধু স্কুলের দেয়ালে থেমে থাকবে না, বরং আগামীর প্রজন্মকে পরিবেশ বিষয়ে আরও গভীরভাবে ভাবতে শেখাবে।”

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে পারলে আগামী দিনে তারা প্রকৃতি রক্ষায় বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন শুধু পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তুলছে না, বরং তাদের সৃজনশীলতাও বিকশিত করছে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর একটি। বায়ুদূষণ রোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ প্রদান এবং সরকারি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক আন্দোলনের মতো করে পরিবেশ রক্ষার ডাক দিয়ে উপদেষ্টা বলেন, “এই দেশ আমাদের, এই প্রকৃতি আমাদের তাই এটি রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।”

নিউজটি শেয়ার করুন

পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০১:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

রাজধানীর ভয়াবহ বায়ুদূষণ রোধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “পরিবেশ গণতন্ত্রের মতো এটি সবার, এর উন্নয়নে সকলের অংশগ্রহণ অপরিহার্য।”

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পরিবেশ দূষণ কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগকে কার্যকর করতে হলে দেশের সকল মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “সরকার শুধু সুপার শপ নয়, কাঁচা বাজারগুলোতেও পলিথিনের ব্যবহার রোধে অভিযান চালিয়ে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র প্রদর্শন করা হয়। উপদেষ্টা ও অতিথিরা দেয়ালচিত্রগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

রিজওয়ানা হাসান বলেন, “এই ধরনের চিত্রাঙ্কন ও সৃজনশীল উদ্যোগ শুধু স্কুলের দেয়ালে থেমে থাকবে না, বরং আগামীর প্রজন্মকে পরিবেশ বিষয়ে আরও গভীরভাবে ভাবতে শেখাবে।”

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে পারলে আগামী দিনে তারা প্রকৃতি রক্ষায় বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন শুধু পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তুলছে না, বরং তাদের সৃজনশীলতাও বিকশিত করছে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর একটি। বায়ুদূষণ রোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ প্রদান এবং সরকারি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক আন্দোলনের মতো করে পরিবেশ রক্ষার ডাক দিয়ে উপদেষ্টা বলেন, “এই দেশ আমাদের, এই প্রকৃতি আমাদের তাই এটি রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।”