আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি নির্বাচিত হলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান

- আপডেট সময় ০৯:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 7
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁও-এ আজ ২৩ মে ২০২৫ ইং, শনিবার, সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে আল্লামা শায়েখ সাজিদুর রহমান-কে সংগঠনের পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
গত ২৫ ডিসেম্বর ২০২৪, তৎকালীন সভাপতি আল্লামা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী রহ. বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে সংগঠনের নির্বাহী পরিষদ তাঁর আবেদন গ্রহণ করে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান -কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে। দীর্ঘ পাঁচ মাস সফলভাবে এ দায়িত্ব পালন শেষে আজকের বৈঠকে তাঁকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।
আজকের বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন— “আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বীনি ময়দানে সুদীর্ঘ সময় ধরে যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, তার প্রজ্ঞা, ত্যাগ ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমে নতুন গতি ও দৃঢ়তা এনে দেবে এবং সংগঠনের নেতৃত্বকে আরও বলিষ্ঠ, সুসংগঠিত ও গতিশীল করে তুলবে, ইনশা-আল্লাহ।”
এ সময় নবনির্বাচিত সভাপতির সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে আক্বিদায়ে খতমে নবুওয়তের শাশ্বত বিশ্বাস রক্ষা করে কাদিয়ানী সম্প্রদায়ের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও তাদের ঈমানবিধ্বংসী সকল অপতৎপরতা ও অপপ্রয়াস প্রতিরোধে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আগের মতোই ঐতিহ্যবাহী আপসহীন দৃঢ় ভূমিকা কার্যকরভাবে অব্যাহত রাখবে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন— “ আমরা এদেশে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ব্যানারে খতমে নবুওয়তের ঈমানি আক্বিদা ও বিশ্বাস রক্ষার আন্দোলন ও সংগ্রামে দীর্ঘ তিন যুগ ধরে আপোষহীন ভূমিকা পালন করে আসছি। আমরা বিগত সব সরকারের নিকট যেমন কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছি, তেমনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও এই ন্যায্য ও সংবেদনশীল দাবির প্রতি গুরুত্ব দিয়ে বিবেচনার জোর আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও চেতনার প্রতি সম্মান দেখিয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।”
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা মীর ইদরিস, মাওলানা মুসা বিন ইজহার, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, দপ্তর সম্পাদক মাওলানা আল আমীন ফয়জী, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা শারাফাত উল্লাহ, মাওলানা ড. হারুন আসেম ইসলামাবাদী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা আনোয়ার হুসাইন রাজী,মাওলানা ইয়ামিন, মাওলানা হিফজুর রহমানসহ কেন্দ্রীয় প্রমুখ নেতৃবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীলগণ।