আরব আমিরাতে শ্রমিক ভিসা পুনরায় চালুর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

- আপডেট সময় ০৭:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 42
বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা সুবিধা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি-র সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার, দক্ষ শ্রমিক রপ্তানি, ভিসা সুবিধা পুনরায় চালু, রেমিট্যান্স বৃদ্ধিসহ পারস্পরিক সহযোগিতার নানাদিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি।”
তিনি আরও বলেন, “সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিশাল প্রবাসী জনগোষ্ঠী রয়েছে এবং অনেকেই সেখানে বিনিয়োগ করছেন। বাংলাদেশেও এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। আমিরাত সরকার ও সে দেশের ব্যবসায়ীরা আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।”
তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য ইউএই-তে ভিসা সুবিধা পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন।
উত্তরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি বলেন, “আমাদের দেশে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি প্রবাসী রয়েছে—যাদের সংখ্যা প্রায় ৮০ হাজার। দক্ষ শ্রমিক কোটায় এখনো বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইউএই সেমি গভর্নমেন্ট পর্যায়ের একটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যাতে প্রশিক্ষণের মাধ্যমে আরও কার্যকর জনশক্তি তৈরি করা যায়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শ্রমবাজার, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হচ্ছে।