ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিএসসিকে সিদ্ধান্ত নিতে আমি কোনো প্রকার চাপ প্রয়োগ করিনি: আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়, ৮ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত চাকরি প্রার্থীদের অনশন ভাঙাতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরীক্ষার স্থগিতের কথা জানান। আন্দোলনকারীরা পিএসসি সংস্কারসহ কয়েকটি দাবিতে অনশন করছিলেন।

পরীক্ষা স্থগিতের ঘোষণার পর অভিযোগ ওঠে, উপদেষ্টা আসিফ মাহমুদের চাপের মুখে পিএসসি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, পিএসসিকে কোনো চাপ দেননি, বরং পিএসসি এবং চাকরি প্রার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করেছেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “পিএসসি একটি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। আমি শুধু ব্রিজের ভূমিকা পালন করেছি, সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নেই।” তিনি জানান, আন্দোলনরত চারজন চাকরি প্রার্থী ৮০ ঘণ্টা অনশনের ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছালে, দ্রুত সমাধানের জন্য তিনি উদ্যোগ নেন।

তিনি আরও উল্লেখ করেন, রাজু ভাস্কর্যে অবস্থান করেই পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের সঙ্গে এবং পিএসসির তিনজন সদস্যের মাধ্যমে আলোচনার ব্যবস্থা করেন। টিএসসিতে আন্দোলনকারীদের প্রতিনিধি ও পিএসসির সদস্যদের মধ্যে দীর্ঘ আলোচনার পর আপাতত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়, যা পিএসসির একজন সদস্য ঘোষণা করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে দেশের একটি পত্রিকায় তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানিয়েছেন। তিনি বলেন, “আমি গণ-অভ্যুত্থানের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে দায়িত্ব পালন করছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বা সমস্যায় পাশে থাকা আমার দায়িত্ব। আমি তা পালন করেছি, ভবিষ্যতেও করবো।

নিউজটি শেয়ার করুন

পিএসসিকে সিদ্ধান্ত নিতে আমি কোনো প্রকার চাপ প্রয়োগ করিনি: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়, ৮ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত চাকরি প্রার্থীদের অনশন ভাঙাতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরীক্ষার স্থগিতের কথা জানান। আন্দোলনকারীরা পিএসসি সংস্কারসহ কয়েকটি দাবিতে অনশন করছিলেন।

পরীক্ষা স্থগিতের ঘোষণার পর অভিযোগ ওঠে, উপদেষ্টা আসিফ মাহমুদের চাপের মুখে পিএসসি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, পিএসসিকে কোনো চাপ দেননি, বরং পিএসসি এবং চাকরি প্রার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করেছেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “পিএসসি একটি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। আমি শুধু ব্রিজের ভূমিকা পালন করেছি, সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নেই।” তিনি জানান, আন্দোলনরত চারজন চাকরি প্রার্থী ৮০ ঘণ্টা অনশনের ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছালে, দ্রুত সমাধানের জন্য তিনি উদ্যোগ নেন।

তিনি আরও উল্লেখ করেন, রাজু ভাস্কর্যে অবস্থান করেই পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের সঙ্গে এবং পিএসসির তিনজন সদস্যের মাধ্যমে আলোচনার ব্যবস্থা করেন। টিএসসিতে আন্দোলনকারীদের প্রতিনিধি ও পিএসসির সদস্যদের মধ্যে দীর্ঘ আলোচনার পর আপাতত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়, যা পিএসসির একজন সদস্য ঘোষণা করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে দেশের একটি পত্রিকায় তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানিয়েছেন। তিনি বলেন, “আমি গণ-অভ্যুত্থানের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে দায়িত্ব পালন করছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বা সমস্যায় পাশে থাকা আমার দায়িত্ব। আমি তা পালন করেছি, ভবিষ্যতেও করবো।