০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

মেরাদিয়ায় কোরবানির হাট বসানোর অনুমতি বাতিল করলো হাইকোর্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 107

ছবি সংগৃহীত

 

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেয়নি হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদেশে বলা হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত ১১টি গরুর হাটের বাইরে মেরাদিয়া বাজারের পাশে নতুন করে হাট বসানো কেন প্রয়োজনীয় হলো, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় কোনো গরুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বিজ্ঞাপন

এছাড়া, মাত্র ৮.৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট থাকা সত্ত্বেও নতুন করে অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত। একইসঙ্গে গরুর হাটের স্থান ইজারা দেয়ার পুরো প্রক্রিয়া নিয়েও আদালত সন্দেহ প্রকাশ করেছেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, স্থায়ী হাট ব্যবস্থাপনার যথাযথ কার্যকারিতা না বাড়িয়ে অতিরিক্ত অস্থায়ী হাট অনুমোদনের কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়তে পারে এবং জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নীতিমালার আলোকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রুলের জবাব দিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের এ আদেশের ফলে আসন্ন কোরবানির ঈদে মেরাদিয়া এলাকায় গরুর হাট বসানো আপাতত সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

মেরাদিয়ায় কোরবানির হাট বসানোর অনুমতি বাতিল করলো হাইকোর্ট

আপডেট সময় ১২:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেয়নি হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদেশে বলা হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত ১১টি গরুর হাটের বাইরে মেরাদিয়া বাজারের পাশে নতুন করে হাট বসানো কেন প্রয়োজনীয় হলো, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় কোনো গরুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বিজ্ঞাপন

এছাড়া, মাত্র ৮.৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট থাকা সত্ত্বেও নতুন করে অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত। একইসঙ্গে গরুর হাটের স্থান ইজারা দেয়ার পুরো প্রক্রিয়া নিয়েও আদালত সন্দেহ প্রকাশ করেছেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, স্থায়ী হাট ব্যবস্থাপনার যথাযথ কার্যকারিতা না বাড়িয়ে অতিরিক্ত অস্থায়ী হাট অনুমোদনের কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়তে পারে এবং জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নীতিমালার আলোকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রুলের জবাব দিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের এ আদেশের ফলে আসন্ন কোরবানির ঈদে মেরাদিয়া এলাকায় গরুর হাট বসানো আপাতত সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।