ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

৩০ জুনের মধ্যে প্রকাশ পাবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: পিএসসি চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল চলতি বছরের ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “৪৪তম বিসিএস দ্রুত শেষ করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর ফল তৈরির কাজ দ্রুত শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে।”

কমিশনের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান জানান, “বর্তমানে পিএসসি একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সময়মতো ফল প্রকাশ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রার্থীদের মানসিক চাপ কমানো এসব বিষয়কেই আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি।”

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জনসহ আরও বিভিন্ন ক্যাডারে পদ রয়েছে।

এই বিসিএস পরীক্ষার প্রাথমিক পর্বে আবেদন করেন মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং লিখিত পরীক্ষা নেওয়া হয় ওই বছরের ডিসেম্বর মাসে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ২০২৩ সালের নভেম্বর মাসে। এরপর থেকে চলমান রয়েছে ভাইভা।

চেয়ারম্যান আরও বলেন, “আমরা চাই প্রার্থীরা যেন দীর্ঘদিন অপেক্ষায় না থাকেন। পরীক্ষার প্রতিটি ধাপ দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতের বিসিএসগুলো আরও দ্রুত সময়ে সম্পন্ন হবে এবং প্রার্থীদের কাছে এটি হবে একটি সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়া।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

৩০ জুনের মধ্যে প্রকাশ পাবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: পিএসসি চেয়ারম্যান

আপডেট সময় ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল চলতি বছরের ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “৪৪তম বিসিএস দ্রুত শেষ করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর ফল তৈরির কাজ দ্রুত শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে।”

কমিশনের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান জানান, “বর্তমানে পিএসসি একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সময়মতো ফল প্রকাশ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রার্থীদের মানসিক চাপ কমানো এসব বিষয়কেই আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি।”

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জনসহ আরও বিভিন্ন ক্যাডারে পদ রয়েছে।

এই বিসিএস পরীক্ষার প্রাথমিক পর্বে আবেদন করেন মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং লিখিত পরীক্ষা নেওয়া হয় ওই বছরের ডিসেম্বর মাসে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ২০২৩ সালের নভেম্বর মাসে। এরপর থেকে চলমান রয়েছে ভাইভা।

চেয়ারম্যান আরও বলেন, “আমরা চাই প্রার্থীরা যেন দীর্ঘদিন অপেক্ষায় না থাকেন। পরীক্ষার প্রতিটি ধাপ দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতের বিসিএসগুলো আরও দ্রুত সময়ে সম্পন্ন হবে এবং প্রার্থীদের কাছে এটি হবে একটি সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়া।