ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

মায়ানমারে ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 47

ছবি সংগৃহীত

 

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়াল বাংলাদেশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে মায়ানমারের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি ত্রাণবাহী জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই জাহাজটি প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণসামগ্রী বহন করছে।

ত্রাণের মধ্যে রয়েছে ৭৭ মেট্রিক টন শুকনা খাবার, ২৯ টন বিশুদ্ধ পানি, ৯ টনের বেশি তাঁবু ও পোশাক, ৪ টন হাইজিন কিট এবং প্রায় ১ টন ওষুধ। এসব ত্রাণ সামগ্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সেনা কল্যাণ সংস্থা ও রেড ক্রিসেন্ট যৌথভাবে সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে।

জাহাজটির যাত্রার আগে কার্যক্রম পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জাহাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং এই মানবিক দায়িত্ব পালনের জন্য তাদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন।

জানা গেছে, ত্রাণবাহী জাহাজটি আগামী শুক্রবার ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। সেখানে মায়ানমার সরকারের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে।

গত ২৮ মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এর আগে দুই দফায় বিমানযোগে ৩১.৫ মেট্রিক টন ত্রাণসামগ্রী ও চিকিৎসা দল পাঠিয়েছে।

বাংলাদেশের এই উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং প্রতিবেশী দেশের প্রতি সহানুভূতি ও বন্ধুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার।

এর আগেও ২০২৩ সালে তুরস্কে ভূমিকম্প এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোখা’-তে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ পাঠিয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দুর্যোগকালীন সময়ে আঞ্চলিক ও বৈশ্বিক মানবিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।

মানবিক মূল্যবোধে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ ভবিষ্যতেও জাতিগত বা বৈশ্বিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে এটাই জাতির প্রতিশ্রুতি।

নিউজটি শেয়ার করুন

মায়ানমারে ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

আপডেট সময় ০৫:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়াল বাংলাদেশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে মায়ানমারের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি ত্রাণবাহী জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই জাহাজটি প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণসামগ্রী বহন করছে।

ত্রাণের মধ্যে রয়েছে ৭৭ মেট্রিক টন শুকনা খাবার, ২৯ টন বিশুদ্ধ পানি, ৯ টনের বেশি তাঁবু ও পোশাক, ৪ টন হাইজিন কিট এবং প্রায় ১ টন ওষুধ। এসব ত্রাণ সামগ্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সেনা কল্যাণ সংস্থা ও রেড ক্রিসেন্ট যৌথভাবে সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে।

জাহাজটির যাত্রার আগে কার্যক্রম পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জাহাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং এই মানবিক দায়িত্ব পালনের জন্য তাদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন।

জানা গেছে, ত্রাণবাহী জাহাজটি আগামী শুক্রবার ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। সেখানে মায়ানমার সরকারের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে।

গত ২৮ মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এর আগে দুই দফায় বিমানযোগে ৩১.৫ মেট্রিক টন ত্রাণসামগ্রী ও চিকিৎসা দল পাঠিয়েছে।

বাংলাদেশের এই উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং প্রতিবেশী দেশের প্রতি সহানুভূতি ও বন্ধুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার।

এর আগেও ২০২৩ সালে তুরস্কে ভূমিকম্প এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোখা’-তে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ পাঠিয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দুর্যোগকালীন সময়ে আঞ্চলিক ও বৈশ্বিক মানবিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।

মানবিক মূল্যবোধে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ ভবিষ্যতেও জাতিগত বা বৈশ্বিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে এটাই জাতির প্রতিশ্রুতি।