শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ

- আপডেট সময় ০৬:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 4
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার করে শামীম ওসমান ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই অর্থ বিভিন্নভাবে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, তাদের সন্তান ইমতিনান ওসমান এবং লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ কারণে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে দুদক।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলাগুলো দায়ের করা হয়েছে। মামলাগুলো দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, এ বিষয়ে শামীম ওসমান বা তার পরিবারের পক্ষ থেকে এখনও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুদক জানিয়েছে, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং যেকোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেই তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।