ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিল্প রোবট ব্যবহারে বিশ্বে শীর্ষে চীন, উত্থানে ভারত ও তুরস্ক ১৪ ঘণ্টা পর মিলল নিখোঁজ শিশুর নিথর দেহ নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র হামলায় ১৭ জন নিহত দেশের ৯ অঞ্চলে নদীবন্দরে সতর্কসংকেত, কালবৈশাখীর সম্ভাবনা ইউরেনিয়াম মজুদের বিষয়ে কোনো ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ইসরায়েলের বেন গুরিয়নের বিমানবন্দরের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা পলিটেকনিক শিক্ষার্থীদের আজ সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিল, অর্ধেক ভারতীয় নাগরিক কঙ্গোর কঙ্গো নদীতে ভয়াবহ নৌকাবিপর্যয়ে ১৪৩ মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু

প্রবাসীদের জন্য সুখবর: সৌদি আরব ও আমিরাতে ১১ হাজার টন ইলিশ রফতানির উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ সরকার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ১১ হাজার টন ইলিশ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

২০১২ সাল থেকে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ৫.৩০ লাখ টনে পৌঁছেছে। এর ফলে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশীয় বাজারে ইলিশের সরবরাহ বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে সীমিত পরিসরে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ দেশের মৎস্য খাতের উন্নতির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ইলিশের স্বাদ ফিরে পাওয়ার সুযোগ করবে।

ইলিশ রফতানি কার্যক্রম মূলত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে শুরু হবে। প্রাথমিকভাবে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ১১ হাজার টন ইলিশ পাঠানো হবে। এর পরবর্তী সময়ে, অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত রফতানি কার্যক্রম চালু থাকবে এবং পরবর্তীতে অন্যান্য দেশে ইলিশ রফতানির পরিকল্পনাও থাকতে পারে।

প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে দেশীয় ইলিশের স্বাদ পেতে চেয়েছিলেন, এবং সরকারের এই পদক্ষেপ তাদের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবে প্রায় ৪৪ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২২ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যারা এই রফতানি কার্যক্রম থেকে উপকৃত হবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে এবং অনুমোদন পেলে রফতানি কার্যক্রম শুরু হবে। সরকারের এই পদক্ষেপ প্রবাসীদের জন্য একটি সুখবর, পাশাপাশি বাংলাদেশের মৎস্য খাতের আন্তর্জাতিক বাজারে প্রবেশের একটি বড় পদক্ষেপ।

 

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের জন্য সুখবর: সৌদি আরব ও আমিরাতে ১১ হাজার টন ইলিশ রফতানির উদ্যোগ

আপডেট সময় ০৫:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ সরকার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ১১ হাজার টন ইলিশ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

২০১২ সাল থেকে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ৫.৩০ লাখ টনে পৌঁছেছে। এর ফলে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশীয় বাজারে ইলিশের সরবরাহ বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে সীমিত পরিসরে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ দেশের মৎস্য খাতের উন্নতির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ইলিশের স্বাদ ফিরে পাওয়ার সুযোগ করবে।

ইলিশ রফতানি কার্যক্রম মূলত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে শুরু হবে। প্রাথমিকভাবে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ১১ হাজার টন ইলিশ পাঠানো হবে। এর পরবর্তী সময়ে, অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত রফতানি কার্যক্রম চালু থাকবে এবং পরবর্তীতে অন্যান্য দেশে ইলিশ রফতানির পরিকল্পনাও থাকতে পারে।

প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে দেশীয় ইলিশের স্বাদ পেতে চেয়েছিলেন, এবং সরকারের এই পদক্ষেপ তাদের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবে প্রায় ৪৪ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২২ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যারা এই রফতানি কার্যক্রম থেকে উপকৃত হবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে এবং অনুমোদন পেলে রফতানি কার্যক্রম শুরু হবে। সরকারের এই পদক্ষেপ প্রবাসীদের জন্য একটি সুখবর, পাশাপাশি বাংলাদেশের মৎস্য খাতের আন্তর্জাতিক বাজারে প্রবেশের একটি বড় পদক্ষেপ।