ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা, আহত ৪: ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

ভারত ও পাকিস্তানের সেনারা কাশ্মীর সীমান্তে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার ফলে বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের পর থেকেই কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। উভয় দেশই কাশ্মীরকে তাদের অঙ্গরাজ্য হিসেবে দাবি করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে একাধিক যুদ্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভির সূত্রে জানা গেছে, বুধবারের গোলাগুলিতে পাকিস্তানি সেনাসদস্যসহ দুই বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। অপরদিকে, ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানি সেনারা একপেশে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। তবে, উভয় পক্ষই এই ঘটনায় প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনার সঙ্গে সঙ্গেই, কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ভারতীয় সেনার দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ২০০৩ সালের সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও উভয় দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা থামছে না। গত মাসে ভারতীয় সেনারা কাশ্মীর সীমান্তে দুই বিদ্রোহীকে হত্যা করার দাবি করেছে, যা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৯ সালের সিদ্ধান্তের পর কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে, দুই দেশই পরস্পরের বিরুদ্ধে একে অপরের সীমান্তে বিদ্রোহীদের অনুপ্রবেশের অভিযোগ তুলছে, যা সংকটকে আরও ঘনীভূত করছে।

 

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা, আহত ৪: ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে

আপডেট সময় ০৭:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

 

ভারত ও পাকিস্তানের সেনারা কাশ্মীর সীমান্তে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার ফলে বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের পর থেকেই কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। উভয় দেশই কাশ্মীরকে তাদের অঙ্গরাজ্য হিসেবে দাবি করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে একাধিক যুদ্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভির সূত্রে জানা গেছে, বুধবারের গোলাগুলিতে পাকিস্তানি সেনাসদস্যসহ দুই বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। অপরদিকে, ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানি সেনারা একপেশে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। তবে, উভয় পক্ষই এই ঘটনায় প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনার সঙ্গে সঙ্গেই, কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ভারতীয় সেনার দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ২০০৩ সালের সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও উভয় দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা থামছে না। গত মাসে ভারতীয় সেনারা কাশ্মীর সীমান্তে দুই বিদ্রোহীকে হত্যা করার দাবি করেছে, যা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৯ সালের সিদ্ধান্তের পর কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে, দুই দেশই পরস্পরের বিরুদ্ধে একে অপরের সীমান্তে বিদ্রোহীদের অনুপ্রবেশের অভিযোগ তুলছে, যা সংকটকে আরও ঘনীভূত করছে।