শিরোনাম :
ইসরায়েল–সিরিয়ার নিরাপত্তা চুক্তি নিয়ে বড় অগ্রগতি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 86
ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রের দাবি, এই অগ্রগতির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর মধ্যস্থতায় আলোচনা নতুন গতি পেয়েছে এবং উভয় পক্ষই চুক্তির দিকে এগোচ্ছে।
প্রস্তাবিত চুক্তিতে একটি কূটনৈতিক সংযোজন (ডিপ্লোম্যাটিক অ্যানেক্স) অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
শিগগিরই ইউরোপের কোনো একটি দেশে ইসরায়েল ও সিরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে চুক্তিটি স্বাক্ষর হতে পারে।
এছাড়া, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং নেতানিয়াহুর সরাসরি বৈঠকেও এই চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।




















