১০ দিনের মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অগ্রগতি: জেলেনস্কি

- আপডেট সময় ১১:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 9
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে।
মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, “আমাদের অংশীদারেরা নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে এবং ধীরে ধীরে বিস্তারিত জানানো হবে। সবকিছু আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে নথিবদ্ধ হবে।”
এর আগে সোমবার হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে আশ্বস্ত করে বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তিতে কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে। যদিও কীভাবে এই সহায়তা দেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি।
জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় নয়, বরং নিরাপত্তা নিশ্চয়তার অংশীদার হবে। এটি নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি।”
তবে ওয়াশিংটনে বৈঠকের পরপরই রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবুও জেলেনস্কির মতে, ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল তাঁর এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’।
তিনি আরও জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের আলোচনায় প্রস্তুত। তবে ভূখণ্ড বিনিময়সংক্রান্ত বিষয়টি সরাসরি তাঁর সঙ্গে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা হবে। এখনো বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি।
জেলেনস্কি জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করবে, যার মধ্যে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অস্ত্র অন্তর্ভুক্ত। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনতেও সম্মত হয়েছে, যা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।