শিরোনাম :
গ্যাবনের কূটনীতিতে পরিবর্তন, তুরস্কের সঙ্গে ৮টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 11
তুরস্ক ও গ্যাবন সম্প্রতি ৮টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির আওতায় দুই দেশ প্রতিরক্ষা, জ্বালানি, খনিজ, শিক্ষা এবং আর্থিক সহায়তা খাতে একসাথে কাজ করবে। এতে গ্যাবন পাবে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ, আর তুরস্ক আফ্রিকায় তাদের কৌশলগত সম্পর্ক জোরদার করবে।
এই চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
১.পেট্রোলিয়াম (Crude Oil):
গ্যাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য।আফ্রিকার অন্যতম বড় তেল উৎপাদক দেশ।
মোট রপ্তানির প্রায় ৮০% আসে তেল থেকে।
২.বিশ্বের প্রায় ১০% ম্যাঙ্গানিজ রিজার্ভ গ্যাবনে রয়েছে।
3. লোহা:এখনও পুরোপুরি খনন শুরু হয়নি, তবে ভবিষ্যতে বড় সম্ভাবনা রয়েছে।
4. ইউরেনিয়াম:এখন ইউরেনিয়াম খনন বন্ধ, তবে মজুত রয়েছে।
5. স্বর্ণ (Gold):সীমিত পরিসরে খনন হয়।
6. হীরা ও অন্যান্য খনিজ:হীরা, ফসফেট ইত্যাদির মজুত রয়েছে।