১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 180

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (২ আগস্ট) সকালে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

বিজ্ঞাপন

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ জন বাংলাদেশিকে বিভিন্ন সময় দেশে ফেরত পাঠানো হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদেরও প্রতি মাসেই ফিরতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

 

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (২ আগস্ট) সকালে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

বিজ্ঞাপন

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ জন বাংলাদেশিকে বিভিন্ন সময় দেশে ফেরত পাঠানো হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদেরও প্রতি মাসেই ফিরতে হচ্ছে।