ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খুনের দায়ে গ্ৰেফতার দুইবন্ধু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীর উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা বড়লেখায় ছাগল খাওয়ায় বিশাল আকৃতির অজগরকে হত্যা করলো গ্রামবাসী মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির প্রাণহানি আগামীকাল এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে বিইআরসি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান, ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু চকরিয়ায় সড়কে গুলি করে যুবককে হত্যা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 10

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (২ আগস্ট) সকালে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ জন বাংলাদেশিকে বিভিন্ন সময় দেশে ফেরত পাঠানো হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদেরও প্রতি মাসেই ফিরতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

 

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (২ আগস্ট) সকালে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ জন বাংলাদেশিকে বিভিন্ন সময় দেশে ফেরত পাঠানো হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদেরও প্রতি মাসেই ফিরতে হচ্ছে।