ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজিদের মৃত্যুতে ইবিতে বিক্ষোভ, তদন্তের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও গায়েবানা জানাজা গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায় বিএনপি: প্রেসক্লাবে মির্জা ফখরুল বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না: জাগপা সহ-সভাপতি জুলাই মাসের মধ্যেই “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে হবে: ছাত্রশিবির সভাপতি ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ’: নাটোরে দুলু রংপুরে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ আহত অন্তত ২০ কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত, গুরুতর আহত আরও এক বন্ধু কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের মোহাম্মদপুরে আল-আমিন হত্যা: ২৪ ঘণ্টায় প্রধান দুই আসামি গ্রেফতার পিরোজপুরে শতবর্ষী হাট পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত, ভবিষ্যতে বিনিয়োগের আশ্বাস

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, আমরা দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত: হামাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, ইসরায়েল সব জিম্মির বিনিময়ে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

গতকাল প্রকাশিত প্রায় ২০ মিনিটের এক ভিডিও বার্তায় আবু উবাইদা এসব কথা বলেন। ভিডিওটি পূর্বে রেকর্ড করা ছিল। এতে তিনি বলেন, সম্প্রতি হামাস একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছিল, যাতে সব জিম্মির একসঙ্গে মুক্তির কথা ছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর কট্টরপন্থী মন্ত্রীরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

উবাইদা বলেন, “এটা এখন পরিষ্কার যে, অপরাধী নেতানিয়াহুর সরকার বন্দীদের মুক্তির ব্যাপারে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য।” তিনি জানান, হামাস এমন একটি পূর্ণাঙ্গ চুক্তির পক্ষে, যার মাধ্যমে যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও সতর্ক করেন, কাতারে চলমান পরোক্ষ আলোচনায় ইসরায়েল যদি আবার সরে দাঁড়ায়, তবে ভবিষ্যতে আর কোনো আংশিক চুক্তির সুযোগ থাকবে না। আলোচনায় একটি ৬০ দিনের প্রস্তাব ছিল, যার আওতায় ১০ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে।

গাজা উপত্যকায় হামাসের কাছে এখনো প্রায় ৫০ জন জিম্মি রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে ২০ জন এখনো জীবিত।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা থেকে আরও ১০ জন বন্দী শিগগিরই মুক্তি পাচ্ছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক নৈশভোজে তিনি বলেন, “আমরা বেশিরভাগ বন্দীকে ফিরিয়ে এনেছি। খুব শিগগিরই আরও ১০ জন ফিরবেন। আশা করি পুরো বিষয়টা দ্রুতই শেষ হবে।” তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

মার্চের শুরু থেকে এই প্রথমবারের মতো উবাইদা ভিডিও বার্তা দিয়েছেন। তিনি জানান, হামাস যোদ্ধারা গাজাজুড়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালাতে এবং যুদ্ধ চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।

তিনি আরব ও ইসলামি দেশগুলোর নেতাদেরও কড়া ভাষায় সমালোচনা করেন এবং ইসরায়েলের ‘গণহত্যা’ নিয়ে তাঁদের নীরবতাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, আমরা দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত: হামাস

আপডেট সময় ১২:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, ইসরায়েল সব জিম্মির বিনিময়ে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

গতকাল প্রকাশিত প্রায় ২০ মিনিটের এক ভিডিও বার্তায় আবু উবাইদা এসব কথা বলেন। ভিডিওটি পূর্বে রেকর্ড করা ছিল। এতে তিনি বলেন, সম্প্রতি হামাস একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছিল, যাতে সব জিম্মির একসঙ্গে মুক্তির কথা ছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর কট্টরপন্থী মন্ত্রীরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

উবাইদা বলেন, “এটা এখন পরিষ্কার যে, অপরাধী নেতানিয়াহুর সরকার বন্দীদের মুক্তির ব্যাপারে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য।” তিনি জানান, হামাস এমন একটি পূর্ণাঙ্গ চুক্তির পক্ষে, যার মাধ্যমে যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও সতর্ক করেন, কাতারে চলমান পরোক্ষ আলোচনায় ইসরায়েল যদি আবার সরে দাঁড়ায়, তবে ভবিষ্যতে আর কোনো আংশিক চুক্তির সুযোগ থাকবে না। আলোচনায় একটি ৬০ দিনের প্রস্তাব ছিল, যার আওতায় ১০ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে।

গাজা উপত্যকায় হামাসের কাছে এখনো প্রায় ৫০ জন জিম্মি রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে ২০ জন এখনো জীবিত।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা থেকে আরও ১০ জন বন্দী শিগগিরই মুক্তি পাচ্ছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক নৈশভোজে তিনি বলেন, “আমরা বেশিরভাগ বন্দীকে ফিরিয়ে এনেছি। খুব শিগগিরই আরও ১০ জন ফিরবেন। আশা করি পুরো বিষয়টা দ্রুতই শেষ হবে।” তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

মার্চের শুরু থেকে এই প্রথমবারের মতো উবাইদা ভিডিও বার্তা দিয়েছেন। তিনি জানান, হামাস যোদ্ধারা গাজাজুড়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালাতে এবং যুদ্ধ চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।

তিনি আরব ও ইসলামি দেশগুলোর নেতাদেরও কড়া ভাষায় সমালোচনা করেন এবং ইসরায়েলের ‘গণহত্যা’ নিয়ে তাঁদের নীরবতাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেন।