ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করে হত্যা, স্বামী সুমন গ্রেপ্তার গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৭, আহত বহু টানা বর্ষণে বিপর্যস্ত ২১ জেলার কৃষি, তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন ও ফসলি জমি ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের চিন্তা সরকারের: ত্রাণ উপদেষ্টা তাপমাত্রা ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা উইম্বলডন থেকে বিদায় জোকোভিচের, ফাইনালে মুখোমুখি আলকারাজ-সিনার নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে: উপ-প্রেস সচিব ব্যবসায়ী হত্যার ভিডিও প্রকাশে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে: যুবদল সভাপতি অপরাধীর পরিচয় শুধু অপরাধী, দল-মত বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে, ওয়াশিংটন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছিল, যার ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা দেয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এনবিসি নিউজকে জানান, তিনি ন্যাটোর সঙ্গে একটি নতুন চুক্তি সম্পন্ন করেছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে।

জেলেনস্কি বারবার সতর্ক করে আসছিলেন যে, যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যাহত হবে এবং রাশিয়ার চলমান হামলা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। প্যাট্রিয়ট সিস্টেম এবং কামান গোলা এই দুই গুরুত্বপূর্ণ অস্ত্রই ছিল স্থগিত হওয়া সরঞ্জামের তালিকায়।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে গেছে। এতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যা ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই পরিস্থিতিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ১০টি প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন জানান।

বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট সিস্টেমের খ্যাতি রয়েছে। এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ভূপাতিত করতে সক্ষম। প্যাট্রিয়ট সিস্টেমের নতুন চালান ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ইউক্রেনে পাঠাবে। এতে করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে, ওয়াশিংটন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছিল, যার ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা দেয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এনবিসি নিউজকে জানান, তিনি ন্যাটোর সঙ্গে একটি নতুন চুক্তি সম্পন্ন করেছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে।

জেলেনস্কি বারবার সতর্ক করে আসছিলেন যে, যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যাহত হবে এবং রাশিয়ার চলমান হামলা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। প্যাট্রিয়ট সিস্টেম এবং কামান গোলা এই দুই গুরুত্বপূর্ণ অস্ত্রই ছিল স্থগিত হওয়া সরঞ্জামের তালিকায়।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে গেছে। এতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যা ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই পরিস্থিতিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ১০টি প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন জানান।

বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট সিস্টেমের খ্যাতি রয়েছে। এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ভূপাতিত করতে সক্ষম। প্যাট্রিয়ট সিস্টেমের নতুন চালান ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ইউক্রেনে পাঠাবে। এতে করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।