গুয়াতেমালায় ভূমিকম্প ও ভূমিধসে ২জনের প্রাণহানি, ৫ জন আটকা
- আপডেট সময় ০৫:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 35
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার বিস্তৃত এলাকা স্থানীয় সময় মঙ্গলবার একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে। এর জেরে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিধসে গাড়ি চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থার বরাতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে ৫.৬ মাত্রার একাধিক ভূমিকম্প আঘাত হানে। এসব ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল আমাতিতলান ও আলোতেনাঙ্গো শহরের আশপাশের অঞ্চল, যা রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পের পরপরই রাজধানীর অদূরে পার্বত্যাঞ্চল অ্যান্টিগুয়া গুয়াতেমালার কাছে একটি সড়কে ভয়াবহ ভূমিধস দেখা দেয়। এতে একটি গাড়ি পাথর ও মাটির নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেডের মুখপাত্র আন্দ্রেস এরাজো।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো সাংবাদিকদের জানান, ওই ভূমিধসে একটি পরিবারের পাঁচ সদস্য আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। এ ছাড়া আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূমিকম্পের সময় রাজধানী গুয়াতেমালা সিটিতে সতর্কতা সাইরেন বাজানো হলে বহু মানুষ ভবন ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো মাঠে রয়েছে।
ভূমিকম্পের তীব্রতা শুধু গুয়াতেমালায় নয়, পাশের দেশ এল সালভাদরেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।
উল্লেখ্য, ক্যারিবীয় ও কোকোস টেকটোনিক প্লেটের সক্রিয় গতির কারণে মধ্য আমেরিকা অঞ্চল প্রায়ই ভূমিকম্পপ্রবণ থাকে। এতে অঞ্চলটির দেশগুলোতে প্রায়শই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দেয়।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য পরাঘাত মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।





















