ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল লালমনিরহাটে স্কুলের ক্লাসরুম থেকে দপ্তরির ঝুলন্ত লাশ উদ্ধার ৭ম দিনে নাটোরে এনসিপির জুলাই পদ যাত্রা শুরু নীলফামারীতে ট্রাক্টরের চাপায় ইজিবাইক যাত্রী নিহত আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

ইরাকে গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসে ৮ তুর্কি সেনার মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

উত্তর ইরাকের একটি গুহায় সামরিক অভিযান চালানোর সময় মিথেন গ্যাসের সংস্পর্শে এসে আটজন তুর্কি সেনা নিহত হয়েছেন। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আরও ১১ জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনারা নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এক নিহত তুর্কি সেনার মরদেহ উদ্ধারে গিয়েছিলেন।

এদিকে, পিকেকে ইস্যুতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তুরস্কের প্রো-কুর্দিশ ডেমোক্রেটিক ইকুয়ালিটি পার্টি (ডিইএম) সোমবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে।

ডিইএম দল জানিয়েছে, রবিবার তারা কারাগারে বন্দি পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ওজালান এই বৈঠককে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং একে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন।’

প্রসঙ্গত, দীর্ঘ চার দশক ধরে তুরস্কের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িত থাকা পিকেকে চলতি বছরের মে মাসে তাদের সশস্ত্র সংগ্রাম বন্ধের সিদ্ধান্ত নেয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, শিগগিরই তারা অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে।

সোমবার ডিইএম নেতাদের সঙ্গে এরদোয়ানের বৈঠকে পিকেকে-এর নিরস্ত্রীকরণ এবং শান্তি আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৮৪ সালে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে তাদের সশস্ত্র বিদ্রোহ শুরু করে। চার দশকের এই সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং তুরস্কের সমাজ ও অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়েছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ইরাকে গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসে ৮ তুর্কি সেনার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০২:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

উত্তর ইরাকের একটি গুহায় সামরিক অভিযান চালানোর সময় মিথেন গ্যাসের সংস্পর্শে এসে আটজন তুর্কি সেনা নিহত হয়েছেন। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আরও ১১ জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনারা নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এক নিহত তুর্কি সেনার মরদেহ উদ্ধারে গিয়েছিলেন।

এদিকে, পিকেকে ইস্যুতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তুরস্কের প্রো-কুর্দিশ ডেমোক্রেটিক ইকুয়ালিটি পার্টি (ডিইএম) সোমবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে।

ডিইএম দল জানিয়েছে, রবিবার তারা কারাগারে বন্দি পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ওজালান এই বৈঠককে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং একে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন।’

প্রসঙ্গত, দীর্ঘ চার দশক ধরে তুরস্কের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িত থাকা পিকেকে চলতি বছরের মে মাসে তাদের সশস্ত্র সংগ্রাম বন্ধের সিদ্ধান্ত নেয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, শিগগিরই তারা অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে।

সোমবার ডিইএম নেতাদের সঙ্গে এরদোয়ানের বৈঠকে পিকেকে-এর নিরস্ত্রীকরণ এবং শান্তি আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৮৪ সালে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে তাদের সশস্ত্র বিদ্রোহ শুরু করে। চার দশকের এই সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং তুরস্কের সমাজ ও অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়েছে।

সূত্র: রয়টার্স