মস্কো অভিমুখী চার ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

- আপডেট সময় ০২:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 6
মস্কোর দিকে ধাবমান চারটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনার কারণে রাজধানীর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার মেয়র সোবিয়ানিন জানান, রাজধানীমুখী চারটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। ড্রোনগুলোর পতনের স্থানগুলোতে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছে বলে উল্লেখ করেন তিনি, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার সন্ধ্যা থেকে মাত্র পাঁচ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে বিমান প্রতিরক্ষা ইউনিট ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে পাঁচটি মস্কোর আশপাশের এলাকায় অবস্থান করছিল, যার মধ্যে দুটি রাজধানীর অভিমুখে উড়ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও দাবি, শনিবার রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়া ৯৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে। একইসাথে দিনের বেলায় মাত্র ছয় ঘণ্টার মধ্যে আরও ৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়।
ড্রোন হামলার কারণে রাজধানীর শেরেমেতিয়েভো বিমানবন্দরসহ সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দর এবং আরও কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া জানায়, রাজধানীর আকাশসীমায় জারি করা সাময়িক নিষেধাজ্ঞা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইট সময়সূচি সম্পর্কে অবহিত থাকতে এবং প্রয়োজনে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্প্রতি ড্রোন হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে মস্কো ও তার আশপাশের এলাকায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ড্রোন ভূপাতিত করছে। তবে এই হামলাগুলোতে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রায়ই প্রকাশ করা হয় না।
সূত্র: রয়টার্স