ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্তের পথে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর একটি ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে। পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাৎ করে এই চুক্তি স্বাক্ষর করবেন।

গত মঙ্গলবার (১ জুলাই) হেগসেথ ও রাজনাথ সিংয়ের মধ্যে টেলিফোনে কথা হয়। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন জানিয়েছেন, ওই আলোচনাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন।

কর্নেল ডেভাইন বলেন, “মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের প্রতিরক্ষা অগ্রগতি পর্যালোচনা করেছেন।”

তিনি আরও জানান, আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে সরবরাহ এবং প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়েছে। ডেভাইন বলেন, “দুই মন্ত্রী যখন সরাসরি সাক্ষাৎ করবেন, তখন পরবর্তী ১০ বছরের জন্য প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” তবে কবে এই বৈঠক হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

হেগসেথ ও জয়শঙ্করের বৈঠক প্রসঙ্গে ডেভাইন জানান, দুই পক্ষই পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও যৌথ বিবৃতির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য আগ্রাসন নিয়ে উভয় দেশেরই উদ্বেগ রয়েছে, যা নিয়েও তারা মতবিনিময় করেছেন।”

নতুন চুক্তির পাশাপাশি বড় ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি, উন্নত প্রযুক্তি নীতি এবং ইন্ডাস-এক্স সামিট নামে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রযুক্তি সম্মেলন আয়োজন নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার শিল্প জোট এএসআইএ চালু করার উদ্যোগকেও স্বাগত জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি ও ট্রাম্পের বৈঠকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল এবং স্ট্রাইকার সাঁজোয়া যান যৌথভাবে কেনা ও উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়। সেই সঙ্গে ছয়টি অতিরিক্ত পি-৮ আই সামুদ্রিক টহল বিমান ক্রয়ের বিষয়েও আলোচনা হয়।

সূত্র: মার্কিন প্রতিরক্ষা বিভাগ

নিউজটি শেয়ার করুন

ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্তের পথে

আপডেট সময় ০৩:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর একটি ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে। পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাৎ করে এই চুক্তি স্বাক্ষর করবেন।

গত মঙ্গলবার (১ জুলাই) হেগসেথ ও রাজনাথ সিংয়ের মধ্যে টেলিফোনে কথা হয়। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন জানিয়েছেন, ওই আলোচনাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন।

কর্নেল ডেভাইন বলেন, “মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের প্রতিরক্ষা অগ্রগতি পর্যালোচনা করেছেন।”

তিনি আরও জানান, আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে সরবরাহ এবং প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়েছে। ডেভাইন বলেন, “দুই মন্ত্রী যখন সরাসরি সাক্ষাৎ করবেন, তখন পরবর্তী ১০ বছরের জন্য প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” তবে কবে এই বৈঠক হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

হেগসেথ ও জয়শঙ্করের বৈঠক প্রসঙ্গে ডেভাইন জানান, দুই পক্ষই পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও যৌথ বিবৃতির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য আগ্রাসন নিয়ে উভয় দেশেরই উদ্বেগ রয়েছে, যা নিয়েও তারা মতবিনিময় করেছেন।”

নতুন চুক্তির পাশাপাশি বড় ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি, উন্নত প্রযুক্তি নীতি এবং ইন্ডাস-এক্স সামিট নামে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রযুক্তি সম্মেলন আয়োজন নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার শিল্প জোট এএসআইএ চালু করার উদ্যোগকেও স্বাগত জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি ও ট্রাম্পের বৈঠকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল এবং স্ট্রাইকার সাঁজোয়া যান যৌথভাবে কেনা ও উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়। সেই সঙ্গে ছয়টি অতিরিক্ত পি-৮ আই সামুদ্রিক টহল বিমান ক্রয়ের বিষয়েও আলোচনা হয়।

সূত্র: মার্কিন প্রতিরক্ষা বিভাগ