সৈন্য বৃদ্ধি করেছে জার্মানি
২য় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জার্মানির সেনাবাহিনী সৈন্যবৃদ্ধি করছে
জার্মান সেনাবাহিনী দেশজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনা সুরক্ষায় নতুন একটি ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে। এটি হবে চতুর্থ বৃহৎ সেনা ইউনিট, জানিয়েছে জার্মান গণমাধ্যম।
বর্তমানে জার্মান সেনাবাহিনী তিনটি ডিভিশন রয়েছে, প্রতিটি প্রায় ২০,০০০ সেনা সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে দুটি সাঁজোয়া ডিভিশন এবং একটি দ্রুত প্রতিক্রিয়া বিভাগের ইউনিট।
জার্মানি এখন প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। ন্যাটোর প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশটি পুনঃসজ্জা ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করছে। ফলে দীর্ঘদিনের জার্মান সামরিক শক্তি নিয়ে উদ্বিগ্ন অবস্থার অবস্থা ঘটিয়ে ইউরোপ তাকে শক্তিবৃদ্ধির সুযোগ দিচ্ছে।
উল্লেখ্য, দুই দুইটি বিশ্বযুদ্ধে পরাজিত হবার পরে জার্মানির বৃহত্তর সামরিক শক্তিকে খর্ব করে খুবই সংকুচিত করে রেখেছিল পশ্চিমা মিত্রশক্তিগুলো। নতুন ২০,০০০ সৈন্যবৃদ্ধি এই বিধিনিষেধের প্রথম বড় ধরণের লঙ্ঘন।