রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক শীঘ্রই
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এই বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে এই ঘোষণা দেন ট্রাম্প।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “পুতিন বৈঠকে আগ্রহী এবং আমরা এটি আয়োজন করছি। এটি সময় এসেছে যে আমরা ইউক্রেনীয় সংঘাতের সমাধান করি।”
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে শীতল। দুই দেশের মধ্যে এমন বৈঠকের পরিকল্পনা স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে। তবে ট্রাম্প জানান, শুধু পুতিন নন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ট্রাম্প এর আগেও পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন বলেছিলেন, দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই এমন বৈঠক হতে পারে। এবার দায়িত্ব নেওয়ার আগেই বৈঠকের প্রস্তুতি এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।