ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিনসিনাটির কাছে ইন্টার মায়ামির পরাজয়, থেমে গেল মেসিদের জয়রথ ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু মোহাম্মদপুরে গুলি ও পিটিয়ে দুইজনকে হত্যা, আটক ২ জন গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ১৪ জন আটক, মামলা প্রস্তুতিতে পুলিশ গাজা সংকটে আশার বার্তা দিলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত গোপালগঞ্জ জেলায় স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক: তিন ডিএনএর সমন্বয়ে ৮ শিশুর জন্ম, জিনগত ব্যাধির সমাধান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩০ বিলিয়নের ঘরে, স্বস্তি রেমিট্যান্সেও নিউ ইয়র্কে ইতিহাসের বৃহত্তম মঙ্গল গ্রহের পাথর ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স, ঘোষণা ম্যাক্রোঁর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 36

ছবি: সংগৃহীত

 

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক পরিকল্পনার প্রতি জোর দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। বুধবার (২৮ মে) ইন্দোনেশিয়া সফরকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাক্রোঁ বলেন, “শুধুমাত্র একটি রাজনৈতিক সমাধানের মাধ্যমেই এই দীর্ঘমেয়াদি সংঘাতের টেকসই সমাধান সম্ভব। ফ্রান্স পক্ষপাতহীন অবস্থানে থেকে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কাজ করে যাচ্ছে।” তিনি জানান, ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে নিউইয়র্কে গাজা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হবে—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান এবং ইসরায়েলের নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নিশ্চিত করা।

এর আগে চলতি বছরের ৯ এপ্রিল ফ্রান্স ৫ নামের একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারেও ম্যাক্রোঁ ইঙ্গিত দিয়েছিলেন যে, ফ্রান্স খুব শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তার ভাষায়, “পরবর্তী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে পারে।”

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এমন অবস্থান ইসরায়েলের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে এবং পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে বিভক্তি আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৫টি দেশ ফিলিস্তিনকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, অধিকাংশ পশ্চিম ইউরোপীয় দেশ, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

গত এপ্রিলেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে দীর্ঘ প্রতীক্ষার পরও ফিলিস্তিনের জাতিসংঘে পূর্ণ সদস্যপদ লাভ সম্ভব হয়নি।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্রথম ইন্তিফাদার সময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ফিলিস্তিনের লড়াই চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স, ঘোষণা ম্যাক্রোঁর

আপডেট সময় ১১:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক পরিকল্পনার প্রতি জোর দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। বুধবার (২৮ মে) ইন্দোনেশিয়া সফরকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাক্রোঁ বলেন, “শুধুমাত্র একটি রাজনৈতিক সমাধানের মাধ্যমেই এই দীর্ঘমেয়াদি সংঘাতের টেকসই সমাধান সম্ভব। ফ্রান্স পক্ষপাতহীন অবস্থানে থেকে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কাজ করে যাচ্ছে।” তিনি জানান, ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে নিউইয়র্কে গাজা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হবে—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান এবং ইসরায়েলের নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নিশ্চিত করা।

এর আগে চলতি বছরের ৯ এপ্রিল ফ্রান্স ৫ নামের একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারেও ম্যাক্রোঁ ইঙ্গিত দিয়েছিলেন যে, ফ্রান্স খুব শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তার ভাষায়, “পরবর্তী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে পারে।”

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এমন অবস্থান ইসরায়েলের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে এবং পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে বিভক্তি আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৫টি দেশ ফিলিস্তিনকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, অধিকাংশ পশ্চিম ইউরোপীয় দেশ, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

গত এপ্রিলেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে দীর্ঘ প্রতীক্ষার পরও ফিলিস্তিনের জাতিসংঘে পূর্ণ সদস্যপদ লাভ সম্ভব হয়নি।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্রথম ইন্তিফাদার সময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ফিলিস্তিনের লড়াই চলমান রয়েছে।