শিরোনাম :
ট্রাম্পের শপথে প্রথমবারের মতো শীর্ষ চীনা কর্মকর্তা পাঠাবে বেইজিং
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তা অংশ নিতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের বরাতে বলা হয়েছে।
এর আগে চীনের পক্ষ থেকে কখনোই রাষ্ট্রদূত ছাড়া শপথ অনুষ্ঠানে উচ্চপর্যায়ের কেউ অংশ নেয়নি। এবার সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য কাই চি।
বেইজিং এবং ট্রাম্পের দল এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, কে এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তা চূড়ান্ত করতে।