গাজায় হতাহতের সংখ্যা ৫৩ হাজার: একদিনে ১৪৩ ফিলিস্তিনির মৃত্যু

- আপডেট সময় ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 55
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১৪৩ জন নিহত এবং আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এ নিয়ে অঞ্চলটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু পৃথকভাবে এই তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ১৪৩ জন প্রাণ হারিয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত আল-তাওবাহ ক্লিনিকে চালানো এক হামলায় অন্তত ১৩ জন নিহত হন, যাদের মধ্যে শিশুদেরও দেখা গেছে।
আনাদোলু তাদের প্রতিবেদনে উল্লেখ করে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১৫২ জন আহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৮ হাজার জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানকার অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অধিকন্তু, ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে।