সৌদি আরবে ঝড়-বৃষ্টি, বন্যার সংকট
সৌদি আরবে ঝড়-বৃষ্টি ও আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট ঘোষণা
সৌদি আরবে আকস্মিক বন্যা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেদ্দা ও মদিনাসহ বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, মধ্য থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও ধূলিঝড় আগামী ৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মদিনায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়ার কারণে শিলাবৃষ্টি এবং ধূলিঝড় যানবাহন চলাচলকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এছাড়া মদিনার বিভিন্ন নিচু এলাকাগুলোতে বন্যার পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
অন্যদিকে, মক্কা, রিয়াদ, তাবুক, আল-বাহা এবং কাসিমের মতো অঞ্চলে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল এবং পূর্বাঞ্চলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। গাড়িচালকদের প্রতি ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকত গামীদেরও প্রয়োজনীয় সাবধানতা নিতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি শুধুমাত্র যানবাহনের বিলম্ব নয়, বরং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বন্যার তীব্রতা আরও বাড়িয়ে তুলতে পারে। জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।