ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ সেশনে হোঁচট খেল টাইগাররা, লিড নিয়েও কাটেনি অনিশ্চয়তা কৃষি ও প্রাণিসম্পদ পালনের কাজকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে নিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ডিএনসিসি প্রশাসক মিরসরাইয়ে মোটরসাইকেল বিক্রির নামে ফাঁদ পেতে ছিনতাই, ৭ যুবক গ্রেপ্তার উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত শিক্ষার্থী ৫-৬ জন শুল্ক নীতিতে এশিয়ার দেশগুলোর চীনের প্রতি ঝোঁক বাড়ার শঙ্কা স্পেন-পর্তুগালে বিরল আবহাওয়ার ধাক্কায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় যুক্তরাষ্ট্রের নৌ-সুরক্ষায় বড় প্রশ্নবোধক চিহ্ন জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি ফ্রিল্যান্সারদের

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভাঙচুর: ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

লন্ডনের পাকিস্তান হাইকমিশনের জানালায় ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম অঙ্কিত লাভ, বয়স ৪১ বছর। তার বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

গত রোববার ভোরে কেনসিংটন অ্যান্ড চেলসির লওন্ডেস স্কয়ারে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এরপর তাকে রিমান্ডে পাঠানো হয় এবং গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে গত শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের মধ্যে মুখোমুখি বিক্ষোভ হয়। ভারতীয় সংগঠনগুলো পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলে, যার প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রবাসীরা পাল্টা বিক্ষোভে অংশ নেয়।

সংঘাতের মধ্যেই পাকিস্তান হাইকমিশনের বারান্দা থেকে কর্নেল তৈমুর রাহাত নামে এক পাকিস্তানি কূটনীতিকের আপত্তিকর অঙ্গভঙ্গি ক্যামেরাবন্দি হয়। অভিযোগ রয়েছে, তিনি ভারতীয় বিক্ষোভকারীদের উদ্দেশে গলা কাটার ইঙ্গিত দেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

রোববার ভোরে ঘটে যাওয়া জানালা ভাঙচুরের ঘটনাটি উত্তেজনার নতুন মাত্রা যোগ করে। পুলিশ জানায়, শুধু জানালা নয়, হাইকমিশন ভবনের দেওয়ালেও ডিম ও গেরুয়া রঙের কালি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতীয় বিক্ষোভকারীদের হাতে ‘আমি হিন্দু’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে এবং তারা খালি পানির বোতল নাড়িয়ে ‘পানি চাও?’ বলে স্লোগান দিয়েছে, যা ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের প্রসঙ্গের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, অঙ্কিত লাভকে ফৌজদারি ক্ষতির অভিযোগে রিমান্ডে নেওয়া হয়েছে এবং আদালতে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভাঙচুর: ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

লন্ডনের পাকিস্তান হাইকমিশনের জানালায় ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম অঙ্কিত লাভ, বয়স ৪১ বছর। তার বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

গত রোববার ভোরে কেনসিংটন অ্যান্ড চেলসির লওন্ডেস স্কয়ারে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এরপর তাকে রিমান্ডে পাঠানো হয় এবং গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে গত শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের মধ্যে মুখোমুখি বিক্ষোভ হয়। ভারতীয় সংগঠনগুলো পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলে, যার প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রবাসীরা পাল্টা বিক্ষোভে অংশ নেয়।

সংঘাতের মধ্যেই পাকিস্তান হাইকমিশনের বারান্দা থেকে কর্নেল তৈমুর রাহাত নামে এক পাকিস্তানি কূটনীতিকের আপত্তিকর অঙ্গভঙ্গি ক্যামেরাবন্দি হয়। অভিযোগ রয়েছে, তিনি ভারতীয় বিক্ষোভকারীদের উদ্দেশে গলা কাটার ইঙ্গিত দেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

রোববার ভোরে ঘটে যাওয়া জানালা ভাঙচুরের ঘটনাটি উত্তেজনার নতুন মাত্রা যোগ করে। পুলিশ জানায়, শুধু জানালা নয়, হাইকমিশন ভবনের দেওয়ালেও ডিম ও গেরুয়া রঙের কালি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতীয় বিক্ষোভকারীদের হাতে ‘আমি হিন্দু’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে এবং তারা খালি পানির বোতল নাড়িয়ে ‘পানি চাও?’ বলে স্লোগান দিয়েছে, যা ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের প্রসঙ্গের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, অঙ্কিত লাভকে ফৌজদারি ক্ষতির অভিযোগে রিমান্ডে নেওয়া হয়েছে এবং আদালতে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।